বাগেরহাটে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ই-বার্তা ডেস্ক।।  বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরো ২৫ জন।

আজ মঙ্গলবার দুপুর পৌনে ১টায় উপজেলার ঢাকা–মাওয়া মহাসড়কের পিলজং ইউনিয়নের কলমের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন বালুবাহী জাম্পার ট্রাকের চালক। তার নাম কামরুজ্জামান বলে জানা গেছে। তবে অপর দুইজনের নাম জানা যায়নি।

ফকিরহাট হাইওয়ে থানার ওসি মলায়েন্দ্র চন্দ্র রায় সাংবাদিকদের জানান, দুপুরের দিকে খুলনা থেকে গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাস ফকিরহাটের কলমের দোকানের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুর ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় ঘটনাস্থলেই ট্রাকচালক কামরুজ্জামানসহ (৩৭) বাসের অজ্ঞাতনামা দুই যাত্রী নিহত ও ১৫-১৬ যাত্রী আহত হন।

সংঘর্ষে যাত্রীবাহী বাসটি দুমড়েমুচড়ে যায়। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে পরিবহনের মধ্যে থাকা গুরুতর আহত ৭ জনকে উদ্ধার করে ফকিরহাট ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

তিনি আরো জানান, দুর্ঘটনার পর খুলনা-মাওয়া মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যান চলাচল বন্ধ রয়েছে।

ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম