বিএনপি কোনো ইস্যুতে জনগণের সাড়া পাবে না : কাদের

ই-বার্তা ডেস্ক।।    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্তব্য করেছেন যে, বিএনপি এখন কোনো ইস্যুতে আন্দোলনের ডাক দিলে জনগণের সাড়া পাবে না ।

আজ বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে কাদের বলেন, ‘কারণ দুর্নীতি ও সন্ত্রাসের জন্য দেশে-বিদেশে তারা ইমেজ সংকটে রয়েছে। তাদের এখন প্রথম ও প্রধান কাজ হচ্ছে ইমেজ সংকট দূর করা। ইমেজ সংকট কাটিয়ে না উঠলে জনগণ তাদের আন্দোলনের ডাকে সাড়া দেবে না। কালো ব্যাচ, কালো পতাকা এবং মানববন্ধনের ডাক দেবে কিন্তু এতে কোনো সাড়া পাওয়া যাবে না। এসব নিয়েই তাদের থাকতে হবে।’

তিনি বলেন, ‘অকারণে ক্ষোভ হলেতো হবে না। জোর করেতো আমরা মনোনয়ন দিব না।’

বিপুল সংখ্যক মনোনয়ন প্রত্যাশা আওয়ামী লীগের তৃণমূলের ক্ষোভের বহিঃপ্রকাশ কিনা- সংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘আওয়ামী লীগ কি একদলীয় স্বৈরাচারী পার্টি নাকি? আওয়ামী লীগের অভ্যন্তরেতো গণতন্ত্রের চর্চা রয়েছে। প্রার্থী যতবেশি হবে তত অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চাটা বিকশিত হবে। এতে বহুমতের প্রকাশ ঘটবে। গণতন্ত্রের ভিত আরও শক্তিশালী হবে।

এ মুহূর্তে বহু প্রার্থী নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। কারণ আমরা প্রার্থিতা ওপেন করে দিয়েছি। সবাই প্রার্থী হতে পারবে। দেয়া না দেয়া সেটা দলের সিদ্ধান্ত। কিন্তু চাওয়ার অধিকার থেকে আমরা তাদের বঞ্চিত করতে পারি না। মনোনয়ন বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নিবে, সেই সিদ্ধান্ত কারা মানছে, কারা মানছে না সেটাই হলো দেখার বিষয়।’

আয়োজিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম