বিএনপি-জামায়াত এসেছিল ক্ষমতাভোগে, আ’লীগ আসে কল্যাণের জন্য: আমু

ই- বার্তা ডেস্ক।।   আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু মন্তব্য করেছেন যে, ‘বিএনপি-জামায়াত ক্ষমতাভোগের জন্য এসেছিল, আর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশ পরিচালনায় আসে জনগণের কল্যাণের জন্য, দেশের উন্নয়নের জন্য।’

আজ রোববার দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সেমিনার হলে ‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও সমৃদ্ধির ১০ বছর’ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমু বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্জিত স্বাধীনতার স্বাদ জনগণের কাছে পৌঁছানো এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে শেখ হাসিনার সরকার। একদিকে বয়স্কভাতা, প্রতিবন্ধীভাতা, দুস্থভাতা প্রভৃতি চালু করে দরিদ্রকে টেনে তুলছেন শেখ হাসিনা, অন্যদিকে পায়রা বন্দর ও পদ্মা সেতু আজ দৃশ্যমান।’

সেমিনারের সভাপতি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের প্রচার উপ-কমিটির সভাপতি এইচ টি ইমাম বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিস্ময়কর উন্নয়নকে আরও উচ্চতর স্থানে নিয়ে যেতে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। তবেই বাংলাদেশ একটি আদর্শ দেশ হিসেবে বিশ্বের বুকে তার মর্যাদা সমুন্ন রাখতে সমর্থ হবে।’

আমন্ত্রিত অতিথিদের মধ্যে পরিকল্পনা কমিশন সদস্য ড. শামসুল আলম, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান, আওয়ামী লীগ ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ প্রচার উপ-কমিটির যুগ্মসম্পাদক আমিন উদ্দীন আমিন প্রমুখ সেমিনারে গত ১০ বছরে এ দেশের বিস্ময়কর উন্নয়নচিত্র তুলে ধরে এর নানা দিক নিয়ে আলোচনায় অংশ নেন।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম