বিমান দুর্ঘটনায় আহত শাহরীন ছাড়পত্র পাচ্ছেন

ই-বার্তা।।  নেপালের কাঠমান্ডুতে ত্রি-ভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় আহত শাহরীন আহমেদকে আজ ছাড়পত্র দিচ্ছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ।

ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক এবং বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. সামন্তলাল সেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সকাল ১০টার দিকে শাহরীনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

গত ২১ মার্চ ঢামেকে শাহরীনের অস্ত্রোপচার হয়। পরে তাঁকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

শাহরীনের ঊরু থেকে মাংস নিয়ে শরীরের ক্ষত স্থানে পুরোপুরি নতুনভাবে চামড়া প্রতিস্থাপন করা হয়।

বিমান দুর্ঘটনার তিন দিন পর ১৫ মার্চ বিকেলে শাহরীনকে নেপাল থেকে ঢাকায় নিয়ে আসা হয়। তাঁর শরীরের প্রায় ৫ শতাংশ পুড়ে গিয়েছিল।