বিরোধীদের দমনে সরকার নতুন নতুন কৌশল উদ্ভাবন করছে: ফখরুল

ই- বার্তা ডেস্ক।।   বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে, বিরোধী পক্ষকে দমন করতে ক্ষমতাসীনরা ‘নতুন নতুন কৌশল’ উদ্ভাবন করছে বলে ।

গতকাল বুধবার রাতে বনানীতে নিখোঁজ নেতা ইলিয়াস আলীর বাসায় সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আওয়ামী লীগ একের পর এক নির্যাতনের নতুন নতুন কৌশল উদ্ভাবন করছে বিরোধী পক্ষকে দমিয়ে দেয়ার জন্য।

আমরা যখন ইলিয়াস আলীর কথা মনে করি তখনই একজন প্রতিবাদী কণ্ঠস্বর, সাহসী মানুষের ছবি ভেসে ওঠে যিনি কখনো নতি স্বীকার করেননি। তাকে তারা (সরকার) সরিয়ে দিয়েছে। এই যে ভয়ের রাজত্ব সৃষ্টি করা, ভয়ের একটা ফোবিয়া তৈরি করা।

ফখরুল বলেন, ‘আমরা এই অবস্থার অবসান চাই। আমরা মনে করি, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এ ধরনের নির্যাতনকারী, নিপীড়নকারী সরকারের পতন হতে বাধ্য।’

২০১২ সালের ১৭ এপ্রিল বনানীর বাসা থেকে বের হওয়ার পরপরই মহাখালীর সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে ইলিয়াস আলী নিজের গাড়ি চালকসহ গুম হন। আজ সন্ধ্যায় বনানীতে ইলিয়াস আলীর বাসায় যান বিএনপি মহাসচিব। তিনি ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, বড় ছেলে আরবার ইলিয়াস ও ছোট মেয়ে সাইয়ারা নাওয়ালসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম