মালিবাগ আগুন: বন্ধ দোকানে পুড়ল অসহায় প্রাণীগুলো

ই-বার্তা।।  মালিবাগ কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের কর্মীরা। ভোর সাড়ে পাঁচটার দিকে ছড়িয়ে পড়া আগুনে শতাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ।

কিন্তু তার আগেই বাজারের অধিকাংশ দোকান পুড়ে যায়। মাছ ও সবজি, ডিমের প্রত্যেকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়েছে দুটি গরু, ২০-২৫টির মতো ছাগল ও কয়েকশ’ হাঁস-মুরগী। সকালে খবর পেয়ে ব্যবসায়ীরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন।

আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মালিবাগ কাঁচাবাজারের অধিকাংশ দোকান।রমজানের পণ্য মজুদ থাকায় ব্যাপক ক্ষতির আশংকা ব্যবসায়ীদের। ক্ষোভ রয়েছে ফায়ার সার্ভিসের তৎপরতা নিয়েও।

তদন্ত করে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিলীপ কুমার ঘোষ।

এর আগে রাতে যাত্রাবাড়ীর কুতুবখালির আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বুধবার দিবাগত রাতে রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালি এলাকায় একটি মাদ্রাসায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। রাত ১২টা ৫ মিনিটে যাত্রাবাড়ীর কুতুবখালির ওই মাদ্রাসায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।