বিষপ্রয়োগে ১৭ রোগী হত্যার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

ই-বার্তা ডেস্ক।।  ফ্রান্সে এক চিকিৎসকের বিরুদ্ধে বিষপ্রয়োগ করে ১৭ রোগীকে হত্যার অভিযোগ উঠেছে। 

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ফ্রেডেরিক পেশিইরের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর ৭টি তদন্ত শেষ।  আরও ৯টির তদন্ত চলছে।

প্রসিকিউটরদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে রোগীদের অ্যানেসথেসিয়া প্রয়োগের পরিস্থিতি করত এবং সহকর্মীদের সামনে এ নিয়ে নিজের প্রতিভা দেখাত ৪৭ বছর বয়সী এ চিকিৎসক।

দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে তার।  তবে ফ্রেডেরিক তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।  গত বছরের মে মাস থেকে প্রথম সাতটি ঘটনার তদন্ত শুরু হয়।  তবে পরবর্তীতে পেশা স্থগিত করার শর্তে তাকে জামিন দেওয়া হয়।

এদিকে ঝুঁকিতে থাকা ৬৬ রোগীর হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার ঘটনায় তাকে সন্দেহপভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু