বেনাপোলে ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ

ই- বার্তা ডেস্ক।।   বেনাপোল সীমান্তের একটি মাঠ থেকে ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ করেছেন বিজিবি সদস্যরা। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয় নি।

আজ শুক্রবার সকালে সীমান্তের পুটখালী বারপোতা মাঠ থেকে এসব পণ্য জব্দ করা হয়। 

এই বিষয়ে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, বারপোতার একটি মাঠে পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা চোরাকারবারিদের ধাওয়া করলে তারা ১১টি বস্তা ফেলে পালিয়ে যায়।

পরে বস্তা খুলে তার মধ্যে ১৯০ পিস উন্নত মানের শাড়ি, ৭০ হাজার পিস ডাইক্লোপার এম ট্যাবলেট ও ৫ লাখ ৯০ হাজার পিস সেনিক-জেড ট্যাবলেট পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ টাকা। উদ্ধারকৃত শাড়ি ও ট্যাবলেট বেনাপোল কাস্টমসে জমা করা হবে বলে তিনি জানান।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম