পরিবারে দুটির বেশি সন্তান হলে মিলবে না সরকারি চাকরি

ই-বার্তা ডেস্ক।। একটি পরিবারে দুটির বেশি সন্তান থাকলে তাদের আর সরকারি চাকরি মিলবে না। ভারতের আসাম রাজ্যের মন্ত্রিপরিষদ এ সিদ্ধান্ত নিয়েছে।

আসাম মন্ত্রিপরিষদে বলা হয়, ২০২১ সালের ১ জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে। যে সমস্ত সরকারি কর্মচারীদের ইতিমধ্যেই দুজন সন্তান রয়েছে তাঁদেরও সরকারি চাকরি টিকিয়ে রাখতে হলে এই বিষয়ে যত্নবান হতে হবে। সোমবার সন্ধ্যায় আসামের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালের উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । যে সকল পরিবারের দুটির বেশির সন্তান থাকবে সেই সকল পরিবারের সদস্যদের কেউই সরকারী চাকরির আবেদন করতে পারবেন না।

আসাম বিধানসভায় ২০১৭ সালের সেপ্টেম্বরে জনসংখ্যা ও নারীদের ক্ষমতায়ন নীতি পাস করানো হয়। ওই নীতিতেই স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, দু’টি সন্তান রয়েছে এমন চাকরিপ্রার্থীরাই কেবলমাত্র সরকারি কর্মসংস্থানের যোগ্য হতে পারবেন। এবং যারা ইতিমধ্যেই সরকারি চাকরি করেন তাঁদের অবশ্যই মাথায় রাখতে হবে যে দু’জনের বেশি সন্তান তাঁরা নিতে পারবেন না।