ভারত ও পাকিস্তানকে শান্ত থাকার আহ্বান চীনের

ই- বার্তা ডেস্ক।।  উত্তপ্ত কাস্মীরে শান্তি ফিরিয়ে আনতে ভারত ও পাকিস্তানকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।  স্বল্প পরিসরের বিমানযুদ্ধই একসময় বৃহৎ পরিসরে ভয়াবহতার রুপ নিতে পারে  এমন আশংকার প্রেক্ষাপটে কাশ্মীর সংকট প্রশ্নে পাকিস্তানী পররাষ্ট্রমন্ত্রীর কাছে ‘গভীর উদ্বেগের’ কথা ব্যক্ত করেন তিনি।

বৃহস্পতিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ উত্তেজনার সর্বশেষ পরিস্থিতির ব্যাপারে তথ্য দিতে বুধবার শাহ মেহমুদ কুরেশির প্রতি বুধবার আহ্বান জানানো হয়।  ওয়াং কোরেশিকে বলেন, পরমাণু শক্তিধর প্রতিবেশী  ভারত পাকিস্তানের উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে তাদের দেয়া প্রতিশ্রুতি আন্তরিকভাবে বাস্তবায়ন হবে বলে  আশা প্রকাশ করছেন।

ভারত ও পাকিস্তান বুধবার একে অন্যের যুদ্ধবিমান ভূপাতিত করার ঘোষণা দেয়ার পর মুহুর্ত্তের মধ্যে  পাল্টে যায় দৃশ্যপট উত্তেজনার ব্যাপকতা চারিদিকে ছড়িয়ে পরে।  একপর্যায়ে উভয়পক্ষ পরস্পরের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দেয়।ভারত শাসিত কাশ্মীরে হামলার দায় স্বীকার করে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গ্রুপ জইশ-ই-মোহাম্মদ।  হামলার প্রতিবাদে কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে নয়াদিল্লী।

মঙ্গলবার ভারত জানায়, তাদের দেশের বিমানবাহিনী পাকিস্তানের  জেইএম জঙ্গি গ্রুপের একটি ঘাঁটিতে হামলা চালায়। 

পাকিস্তানের অন্যতম ঘনিষ্ঠ মিত্র দেশ চীন বৃহৎ অবকাঠামো প্রকল্পের অংশ হিসেবে ইসলামাবাদকে শত শত কোটি ডলার দেয়। 

জাতিসংঘের তৈরী করা সন্ত্রাসীদের নামের তালিকায় জেইএমনেতা মাসুদ আজহারের নাম অন্তর্ভূক্ত করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহবান জানানো হয়েছে ।

ই-বার্তা/ আরমান হোসেন