ভারত-বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করছে দু’দেশ

ই-বার্তা ডেস্ক।।  রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করার লক্ষ্যে দু’দেশ একযোগে কাজ করে যাচ্ছে। ভৌগোলিক সুবিধা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিবেশী দেশ দু’টির মধ্যে বাণিজ্য বাড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

তিনি এই সম্ভাবনাকে সামনে রেখেই দু’দেশের সঙ্গে পারস্পারিক বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক অর্থনীতিকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আরসিসিআই বোর্ড রুমে গত রবিবার আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু।

তিনি বলেন, ভারতে পণ্য রপ্তানিতে শুল্ক সমস্যার চেয়ে বড় বাধা হিসেবে দেখা দিয়েছে অনুন্নত অবকাঠামো ও বিদ্যমান অশুল্ক (নন টেরিফ) জটিলতা। এ কারণে ভারতে বাংলাদেশি পণ্য রপ্তানির সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না।

এ বিষয়ে তিনি ভারতীয় বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশে সব ধরনের বাধা অপসারণের জন্য রাজশাহীস্থ ভারতীয় সহকারি হাই কমিশনের সুদৃষ্টি কামনা করেন। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোজতোবা হোসেন রিপন, বিশিষ্ট আমদানি ও রপ্তানিকারক আলহাজ্ব ময়েন উদ্দিন ও মোঃ শাহজাহান মিয়া, রংপুর চেম্বারের সাবেক নির্বাহী সদস্য মোঃ রফিকুল ইসলাম ফরহাদ, রংপুর চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আহমেদ, সময় টিভির রংপুর অফিস প্রধান রতন সরকার, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিনিয়র রিপোর্টার ও রংপুর অফিস প্রধান মামুন ইসলাম। 

সংবর্ধনা অনুষ্ঠানে রংপুর চেম্বারের বর্তমান ও সাবেক কর্মকর্তা ও পরিচালকবৃন্দ, আমদানি-রপ্তানিকারকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু