ভুল চিকিৎসার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন এরশাদ

ই- বার্তা ডেস্ক ।।   ডাক্তারদের ভুল চিকিৎসার কারণে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা ।

গত রোববার দুপুরে বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদকে সঙ্গে নিয়ে ৩ দিনের সফরে রংপুরে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এ সময় মশিউর রহমান রাঙ্গা বলেন, তার ক্যান্সার না হওয়া সত্ত্বেও তাকে ক্যান্সারের ওষুধ দিয়েছিলেন চিকিৎসকরা। অথচ সিঙ্গাপুরের চিকিৎসকরা জানিয়েছেন, এরশাদের ক্যান্সার হয়নি। ভুল চিকিৎসার কারণে লিভারেও কিছুটা সমস্যা দেখা দেয়ায় তিনি শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন।

মহাসচিব আরও বলেন, এরশাদ এখন অনেকটা সুস্থ তিনি এখন একাই হাঁটতে পারেন। কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি হুইল চেয়ার ব্যবহার করছেন। এরশাদ জাতীয় সংসদে তার দায়িত্ব পালন করছেন। আশা করা যাচ্ছে এবারও সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে বক্তব্য রাখবেন।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম