ভোক্তা অধিকার একটি সর্বজনীন অধিকারঃ রাষ্ট্রপতি

ই- বার্তা ডেস্ক।।   রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন যে, ভোক্তা অধিকার একটি সর্বজনীন অধিকার। দেশের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যসমূহ অর্জনের জন্য একটি সুস্থ সবল জাতি অনস্বীকার্য।

আজ বৃহস্পতিবার বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণের মাধ্যমে পণ্যের ন্যায্যমূল্য ও গুণগত মান নিশ্চিত করা সম্ভব। এছাড়া বাজার ব্যবস্থাপনায়ও গড়ে উঠবে একটি সুষ্ঠু পরিবেশ।

রাষ্ট্রপতি বলেন, এ লক্ষ্য অর্জনে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ প্রণয়ন করা হয়েছে। আইন প্রণয়নের পাশাপাশি এর যথাযথ প্রয়োগ অত্যন্ত জরুরি। জনবান্ধব এ আইন যথাযথ বাস্তবায়নে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা, জনপ্রতিনিধিসহ সকলের সম্মিলিত প্রচেষ্টা আবশ্যক।

আগামীকাল শুক্রবার (১৫ মার্চ) বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এ দিবস পালিত হবে।

দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভোক্তা অধিকার সংরক্ষণে আইনের যথাযথ প্রয়োগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরসহ সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠার সঙ্গে দায়িত পালনের আহ্বান জানিয়েছেন।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম