ভোটে জিততেই যুদ্ধ বাধিয়েছে মোদিঃ ইমরান

ই- বার্তা ডেস্ক।।  পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তিনি দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অধিকার সমুন্নত রাখবেন।  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলেন দেশটির সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে যে আচরণ করছেন তা তিনি পাকিস্তানের মাটিতে হতে দেবেন না।

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে এক সমাবেশে দেওয়া ভাষণে গত শুক্রবার ইমরান এসব কথা বলেন।  ইমরান আরো বলেন, ‘বাইরে কোনো রকম সন্ত্রাসবাদের জন্য এ সরকার পাকিস্তানের মাটি ব্যবহার হতে দেবে না।  ইনশাআল্লাহ, আপনারা এক নতুন অধ্যায়ের সূচনা দেখতে পাবেন।’ পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘সামনেই ভারতের নির্বাচন।  এই নির্বাচনে জয়লাভ করার উদ্দেশ্যেই যুদ্ধের দামামা বাজিয়েছেন মোদি।’

ইমরান তাঁর ভাষণে বলেন, কায়েদ-ই-আজম মোহাম্মদ আলী জিন্নাহর কাছ থেকে পাওয়া শিক্ষার ভিত্তিতেই তাঁর সরকার দেশ পরিচালনা করছে।  পাকিস্তানের সব ধর্মমতের লোকের নিরাপত্তার ডাক জিন্নাই দিয়েছিলেন।  তিনি বলেন, পিটিআই সরকার ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষই প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অধিকার কারো নেই।’

সম্প্রতি ভারত-পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা চলছে তার প্রতি ইঙ্গিত করে ইমরান বলেন, ‘ভারত যদি কোনো ভুল করে বসে তাহলে তার জবাব দেওয়ার জন্য পাকিস্তানের সেনাবাহিনী ও জনগণ পুরোপুরি প্রস্তুত।  তিনি বলেন, ঘৃণা ছড়িয়ে ক্ষমতায় আসা কঠিন নয়।  তবে বারবার একই কাজ করলে জনগণ গ্রহণ করবে না।’

ই- বার্তা / আরমান হোসেন পার্থ