মার্কিন নাগরিকত্ব প্রত্যাহার করলেন পররাষ্ট্রমন্ত্রী

-বার্তা ডেস্ক ।। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথগ্রহণের একদিন পরই মার্কিন নাগরিকত্ব প্রত্যাহারের কথা জানালেন ড. এ কে আব্দুল মোমেন। 

 

মন্ত্রী হিসেবে প্রথমবার মন্ত্রণালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাধ্য হয়ে মার্কিন নাগরিক হয়েছিলাম। আমি সেটি প্রত্যাহার করেছি।

 

ড. মোমেন বলেন, দৃঢ় ভিত্তি, বিশ্বাস ও সার্বভৌমত্বের ভিত্তিতে আমরা বিদেশি বন্ধু রাষ্ট্রগুলো সঙ্গে অংশীদারিত্ব চাই। রূপরেখা অর্জনের জন্য যে বিনিয়োগ দরকার সেটির ক্ষেত্রে আমরা সহায়ক ভূমিকা পালন করবো, অন্যান্য মন্ত্রণালয়কে সহায়তা করবো। আমরা ইতোমধ্যে অর্থতৈনিক কূটনীতির উদ্যোগ নিয়েছি।

 

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব এম শহিদুল হক উপস্থিত ছিলেন।

 

 

 

ই-বার্তা /  তামান্না আলী প্রিয়া