মেয়েদের আইপিএলে বাংলাদেশের জাহানারা

ই-বার্তা।।   ক্রিকেটে ছেলেদের পাশাপাশি এবার নারীদের ক্রিকেটকেও প্রমোট করতে যাচ্ছে ভারত। নারী ক্রিকেটারদের নিয়ে মিনি আইপিএল হচ্ছে ভারতে।

তিনটি দলকে নিয়ে আয়োজিত মিনি আইপিএলে খেলার জন্য বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ৫ উইকেট শিকারের ইতিহাস গড়েন জাহানারা।

জাতীয় দলের এই অলরাউন্ডারের হাত ধরে নতুন দিগন্তের উন্মোচন হচ্ছে। নারীদের ক্রিকেটে দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পাওয়া প্রথম বাংলাদেশি জাহানারা।

উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ তথা মিনি আইপিএল গতবছর থেকে শুরু করেছে ভারত। প্রথমবার ছিল দুটি দল নিয়ে স্রেফ প্রদর্শনী ম্যাচের মতো। এবার তিন দল নিয়ে হবে টুর্নামেন্ট।

আইপিএলে নারীদের সংস্করণ হিসেবে এটিকে প্রতিষ্ঠিত করতে চাইছে ভারত। জাহানারা আলম খেলবেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার মিতালির রাজের নেতৃত্বে ভেলোসিটি দলের হয়ে। ৬ থেকে ১১ মে টুর্নামেন্ট হবে জয়পুরে।

১৩ জনের স্কোয়াড প্রতিটি দলে থাকবে বিদেশী চারজন নারী ক্রিকেটার। মাত্র ১২ বিদেশীর ক্রিকেটারের মধ্যে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন জাহানারা আলম।