মোদিকে অশিক্ষিত বললেন অনুরাগ ক্যাশপ

ই-বার্তা ডেস্ক।।  ‘গ্যাংস অব ওয়াসিপুর’ ও ‘স্যাকরেড গেমস’ খ্যাত ভারতীয় নির্মাতা অনুরাগ কাশ্যপ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অশিক্ষিত বলে মন্তব্য করেছেন।  

সম্প্রতি একটি টুইটার পোস্টে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন তিনি লিখেছেন, ‘সিএএ বা সিএবি কোথাও যাচ্ছে না। আর এখন যদি তারা (বিজেপি সরকার) নিজেরাই এটি তুলে নেয়, তাহলে সেটি তাদের কাছে পরাজয়ের সমান। কারণ তারা সবকিছুকে জয় অথবা পরাজয়, এই দুইয়ের মাঝে ফেলে দেয়। এই বাজে দম্ভ সবকিছুকে জ্বালিয়ে ছাই করে দেয়। যেন মোদি কখনোই ভুল করতে পারেন না। অশিক্ষিত লোকেরা এমনই হয়।’

প্রধানমন্ত্রীকে ‘অশিক্ষিত’ বলায় সমালোচনার শিকার হয়েছেন অনুরাগ। এরপর শব্দচয়ন নিয়ে দুঃখ প্রকাশ করে তিনি লেখেন, ‘আমি দুঃখিত। কাউকে দুঃখ দেয়া আমার উদ্দেশ্য না। আমি যা বোঝাতে চাইছি, আপনি নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন। আমি কাউকে নিচু দেখাতে চাইনি। কাউকে অসম্মানও করতে চাইনি। আপনার যদি সে রকম কিছু মনে হয়, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত।’

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নারী, তরুণ, হতদরিদ্র, সংখ্যালঘু জনগোষ্ঠী, উপজাতি—সবাইকে নিয়ে নতুন ভারত গড়তে একটা কবিতা পোস্ট করেন। সেই কবিতা রিটুইট করে অনুরাগ কাশ্যপ লেখেন, ‘এসব আজেবাজে বকা বন্ধ করুন। আপনার যা মনে হয়, আপনি তা–ই বলেন। কী বলছেন, কখনো নিজে শুনেছেন? আপনি তরুণ, সংখ্যালঘুদের কথা শোনেন? আপনার বিজেপির বন্ধুরা নারীদের শেষ করে দিচ্ছে। আর দরিদ্রদের তো আপনারা দেখতেই পান না। তাই দয়া করে অর্থহীন কথাবার্তা বন্ধ করুন।’

মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব সংশোধনী আইন পাস নিয়ে বিক্ষোভে উত্তাল ভারত। ভারতের চলচ্চিত্র অঙ্গনের সেলিব্রেটিরাও এই আইনের বিরোধিতায় সরব হয়েছেন। অনুরাগ কাশ্যপ তাদের মধ্যে একজন।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু