মোদির রাজ্যে ব্যাপক প্রচারণা চালাচ্ছে কংগ্রেস

ই-বার্তা ডেস্ক।।  আগামী ২৩ এপ্রিল ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপে গুজরাটের সবকয়টি আসনে নির্বাচন হবে। ভোটের সময় ঘনিয়ে আসায় বিজেপির পাশাপাশি ব্যাপক প্রচারণা চালাচ্ছে বিরোধীদল কংগ্রেস।  কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপির ঘাঁটি হিসেবে পরিচিত গুজরাট নরেন্দ্র মোদির নিজের রাজ্য।

২৩ এপ্রিল গুজরাটের ২৬ আসনে ভোট হবে।  ২০১৪ সালের নির্বাচনে সবকয়টি আসনেই জয় পেয়েছিল ক্ষমতাসীন বিজেপি। বৃহস্পতিবার গুজরাটের আমরেলিতে চারটি প্রচারণা সমাবেশে বক্তব্য দেন নরেন্দ্র মোদি।  অন্যদিকে রাহুল গান্ধী দুইটি সমাবেশে বক্তব্য রাখেন।

বক্তব্যে মোদি কংগ্রেসের সমালোচনা করে বলেন, তারা গুজরাট বিরোধী মানসিকতা পোষণ করে।  এই রাজ্য এবং জনগণের বিরুদ্ধে তারা সবসময় কাজ করে।  তারা যখন ক্ষমতায় ছিল তখন গুজরাটের উন্নয়ন কাজে অনুমোদন দেয়নি, এটা গুজরাটের জনগণ কখনোই ভুলবে না। 

অন্যদিকে রাহুল গান্ধী তার ইশতেহার নিয়ে কথা বলেন।  একইসঙ্গে দারিদ্র্যের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর প্রতিশ্রুতি দিয়ে রাহুল বলেন, আগামী পাঁচ বছর পর ভারতে কোনো গরিব লোক থাকবে না।  মোদি সরকার ধনী ব্যবসায়ীদের স্বার্থ দেখে, গরিবদের জন্য কাজ করে না। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু