যোগব্যায়াম শরীর, মন ও আত্মার জন্য খুবই জরুরিঃ পররাষ্ট্রমন্ত্রী

ই- বার্তা ডেস্ক।।   পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন মন্তব্য করেহেন যে, যোগব্যায়ামে আত্মার সমৃদ্ধি হয়। যোগব্যায়াম শরীর, মন ও আত্মার জন্য খুবই জরুরি।

আজ শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সরকারের সহযোগিতায় বিশ্ব যোগ দিবস পালন করে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন। এতে প্রধান অথিতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ভোর সাড়ে ৬টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও বার্তার মাধ্যমে বিশ্ব যোগ দিবস অনুষ্ঠানের উদ্বোধন হয়। ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত বঙ্গবন্ধু স্টেডিয়ামে কয়েক হাজার মানুষ যোগব্যায়ামে অংশ নেন। এ দিন বাংলাদেশসহ বিশ্বের আনাচে-কানাচে যোগ দিবস পালিত হয়েছে।

ড. এ কে আবদুল মোমেন বলেন, আগে ঘরে বসে যোগব্যায়াম করতাম, এখন বিরাট পরিসরে এ ধরনের অনুষ্ঠান হচ্ছে। এটি শরীর, মন ও আত্মার জন্য খুবই উপকারী।

বাংলাদেশের বিভিন্ন ক্রীড়া ও যোগ সংস্থা এবং স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, আঁচল, পূজা চেরী, নায়ক রোশান, অভিনেতা আরেফিন শুভ, সিয়াম আহমেদ ও প্রাণ রায়সহ সংস্কৃতি ও ক্রীড়া জগতের অনেক তারকাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম