রাফাল যুদ্ধবিমানের প্রশিক্ষণ নিয়েছে পাকিস্তান

ই-বার্তা ডেস্ক।।  ২০১৭ সালের নভেম্বরেই ফ্রান্সের মাটিতে কাতারের বিমান বাহিনীর হাতে থাকা রাফাল যুদ্ধবিমানের সাহায্যে নিজেদের পাইলটদের এই বিমান চালানো শিখিয়ে নিয়েছে পাকিস্তান।

সদ্য একটি রিপোর্টে এ তথ্য প্রকাশিত হওয়ার পর থেকে নতুন করে উদ্বেগ বাড়ল ভারতের। কারণ, অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমানের সাহায্যেই আকাশযুদ্ধে নিজেদের এগিয়ে রাখার পরিকল্পনা ছিল ভারতের। রিপোর্টে বলা হয়েছে, ২০১৭ সালের নভেম্বরে কাতারের হয়ে যে পাইলটরা রাফাল বিমান ওড়ানোর প্রশিক্ষণ পেয়েছেন, তারা প্রত্যেকেই বিমান বাহিনীর অফিসার।’

সম্প্রতি এআইএন অনলাইন ডট কম নামের একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এই রিপোর্ট।

উল্লেখ্য, ২০১৭ সালে কাতার আরও ১২টি রাফাল যুদ্ধবিমান কিনতে নতুন চুক্তি করে ফ্রান্সের সঙ্গে। প্রথম দফার ২৪টি যুদ্ধবিমানের জন্য চুক্তির অর্থমূল্য ছিল প্রায় ৫০ হাজার কোটি টাকা। সেই যুদ্ধবিমান চালানোর জন্য প্রশিক্ষণ নিতেই কাতার থেকে ফ্রান্সে গিয়েছিল পাইলটদের একটি দল। সেই দলেই ছিলেন পাকিস্তানি পাইলটরা, এমনটাই দাবি এআইএন অনলাইন ডট কমের।