রোজা আমাকে ফর্মে ফিরতে সাহায্য করেঃ আমলা

ই-বার্তা ডেস্ক।।  গোটা বিশ্বে একযোগে পালিত হচ্ছে পবিত্র মাহে রমজান।  এমন সময়ে ইংল্যান্ডে বসছে ক্রিকেট বিশ্বকাপ।  এখন প্রস্তুতি পর্ব সারছে অংশগ্রহণকারী ১০ দল।  সর্বশক্তিমান আল্লাহর সন্তুষ্টি কামনায় অন্যান্য মুসলমানের মতো রোজা রাখছেন মুসলিম ক্রিকেটাররাও।

তাদের মধ্যে অন্যতম হলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার হাশিম আমলা।  দুই দেশের মধ্যে রোজার সময়ের পার্থক্য অনেক। দক্ষিণ আফ্রিকায় ১২ ঘণ্টা সিয়াম সাধনা করতে হলেও ইংল্যান্ডে সেটা প্রায় ১৭ ঘণ্টা।  তবু রোজা রেখে দুটি প্রস্তুতি ম্যাচেই হাফসেঞ্চুরি করেছেন ডানহাতি এ ব্যাটার।  শ্রীলংকার বিপক্ষে ৬৫ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছেন অপরাজিত ৫১ রানের নান্দনিক ইনিংস।  প্রোটিয়া ওপেনার বলছেন, ফর্মে ফিরতে রোজা তাকে নানাভাবে সাহায্য করছে।   

ব্রিস্টলে উইন্ডিজের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচের পর আমলা বলেন, রোজা আসলে আমার কন্ডিশনিংয়ে সাহায্য করে।  রোজা হলো এমন একটি বিষয় যেটার জন্য আমি অপেক্ষা করি।  এটা বছরের সেরা মাস।  আমি দেখেছি রোজায় দারুণ মানসিক ব্যায়াম হয়।  পাশাপাশি পরলৌকিক বিষয়েও সাধনা হয়।

আগামী ৩০ মে ক্রিকেটের তীর্থভূমিতে গড়াবে বিশ্বকাপের দ্বাদশ আসর। উদ্বোধনী দিনে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে দক্ষিণ আফ্রিকা।  ওই দিন রোজা রেখেই খেলতে হবে আমলাকে। ২ জুন বাংলাদেশের বিপক্ষেও।  এ ছাড়া ঈদের দিনও ভারতের বিপক্ষে তাকে খেলতে হবে। 

রোজা রেখে ইংলিশ কন্ডিশনে ২০১২ সালে ব্রিটিশদের বিপক্ষে লর্ডস টেস্টে ক্যারিয়ারসেরা ৩১১ রানের ইনিংস খেলেন তিনি। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু