লিবিয়া উপকূলে ১৪ বাংলাদেশিসহ ২৯০ শরণার্থী উদ্ধার

ই-বার্তা ডেস্ক।।  লিবিয়া উপকূলে ভূমধ্যসাগর থেকে গত বৃহস্পতিবার ২৯০ জন শরণার্থীকে উদ্ধার করেছে লিবিয়ার নৌবাহিনী। এর মধ্যে ১৪ জিন বাংলাদেশি রয়েছে।  ইউরোপগামী তিনটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়।

লিবিয়ার নৌবাহিনী শুক্রবার এ তথ্য জানিয়েছে। 

লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্ব উপকূলে দুইটি পৃথক অভিযানে দেশটির নৌবাহিনী ২৯০ জন অভিবাসীকে উদ্ধার করে। লিবিয়ার নৌবাহিনীকে বৃহস্পতিবার সাগরে তিনটি নৌকা অকোজে হয়ে পড়ার খবর জানায় জার্মানির একটি দাতব্য সংস্থা।

ওই দিনই লিবিয়ার কোষ্টগার্ড একটি রাবারের নৌকা ডুবে যাওয়ার খবর পায়।  এতে বলা হয়, নৌকায় থাকা যাত্রীরা সাগরে ভেসে বেড়াচ্ছেন।  প্রথম নৌকাটিতে ১৪ জন বাংলাদেশীসহ ৮৭ জন অভিবাসী ছিলেন।  তাদের মধ্যে ছয়জন নারী এবং একজন শিশু রয়েছেন।

অন্যদিকে লিবিয়ার কোষ্টগার্ড ভূমধ্যসাগরে ভাসমান আরো দুইটি রাবারের নৌকা থেকে ২০৩ জন অভিবাসীকে উদ্ধার করেছে বলে অন্য এক বিবৃতিতে জানানো হয়।

উদ্ধার হওয়া অভিবাসীদের বেশিরভাগই আরব ও অফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক বলেও জানায় নৌবাহিনী।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু