শেখ হাসিনা গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি নৌ প্রতিমন্ত্রীর

ই- বার্তা ডেস্ক।।   নৌ প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন, অর্জন এবং স্বীকৃতিকে ধরে রাখতে শেখ হাসিনা গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন ।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আইনের শাসন ও সাংবিধানিক ধারাবাহিকতায় দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে প্রধানমন্ত্রী সারা বিশ্বের স্বীকৃতি পেয়েছেন। শান্তি প্রতিষ্ঠায় তার দর্শন বিশ্বে সমাদৃত হয়েছে। এসব ধারণ করে রাখতে শেখ হাসিনা গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা দরকার।

আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘শেখ হাসিনা : বাংলাদেশের স্বপ্নসারথি’ শীর্ষক আলোকচিত্র ও শিল্পকর্মের মাসব্যাপী প্রদর্শনী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ দাবি জানান। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এর আয়োজন করে।

নৌ প্রতিমন্ত্রী বলেন, অনেক দিন পরে হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু গবেষণা ইনস্টিটিউট হয়েছে। এ জন্য আমরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমাদের প্রত্যাশা ঢাকা বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবে।

তিনি বলেন, জাপানের ওয়াসেদা বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর অব ‘ল’ প্রদান করেছে। এখন যদি সেখানকার কোনো শিক্ষার্থী বাংলাদেশে এসে শেখ হাসিনা সম্পর্কে জানতে চায় তাহলে কোথায় যাবে? এভাবে বিভিন্ন দেশ, বিশ্ববিদ্যালয় ও সংস্থা প্রধানমন্ত্রীর কর্মকে স্বীকৃতি দিয়েছে। এজন্য তার কর্ম, জীবনী ও দর্শনকে ধরে রাখতে একটি ইনস্টিটিউট করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গণতন্ত্রকে সুরক্ষিত করেছেন দাবি করে তিনি বলেন, আজকে বিএনপির সংসদ সদস্যরা তাদের নেত্রী খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন। শেখ হাসিনা একজন অপরাধীর অধিকারকেও সুরক্ষা দিয়েছেন। যারা সংসদ নিয়ে কথা বলেছেন, তারাই এখন সংসদে এসেছেন। শেখ হাসিনা দেশকে গণতান্ত্রিক ধারায় নিয়ে এসেছেন বলেই দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।