সন্ত্রাসীরা এখন স্টেডিয়ামকে টার্গেট করছে?

ই-বার্তা।।  আফগানিস্তানে  ক্রিকেট টুর্নামেন্টে চলাকালীন সময়ে বোমা হামলা হয়েছে। সরকারি একটি সূত্রে জানানো হয়েছে, এ হামলায় আটজন নিহত ও কমপক্ষে ৪৫ জন আহত হয়েছেন।

এই সন্ত্রাসী হামলার নিন্দা ও শোক জানিয়ে আফগানিস্তনের প্রেসিডেন্ট আশরাফ গানী বলেন, পবিত্র মাহে রমজানেও সন্ত্রাসীরা আমাদের জনগণকে হত্যা করা বন্ধ করেনি। তারা ধর্ম ও মানবতার শত্রু। এখন তারা দেশের জনপ্রিয় স্টেডিয়ামকেও হামলার টার্গেট করেছে।

শুক্রবার রাত ১১টায় আফগানিস্তানের পূর্ব জালালাবাদ প্রদেশে নয়া নাজিমাবাদ রমজান কাপ ক্রিকেট টুর্নামেন্টে এ ঘটনা ঘটেছে। টুর্নামেন্টের আয়োজক হিদায়াতুল্লাহ জহিরও এই হামলায় নিহত হয়েছেন। আটজন নিহত ব্যক্তির তালিকায় রয়েছে এক শিশু।

ননগরহার সরকারের মুখপাত্র আত্তাউল্লাহ খোগানি জানিয়েছেন, ঘটনাস্থলে তিনটি বোমা বিস্ফোরিত হয়েছে। এতে অন্তত আটজন নিহত এবং ৪৫ জন আহত হয়েছেন। কী ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে, সেটা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, স্থানীয় তালেবানরাই এ হামলার জন্য দায়ী।

সুত্রঃ  ইএসপিএন ক্রিকইনফোর।