সবাইকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য আইসিসির

ই-বার্তা ডেস্ক।।   ২০২০ নারী টি২০ বিশ্বকাপকে সামনে রেখে সবাইকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য ঠিক করেছে আইসিসি। সেটা অস্ট্রেলিয়াতে হতে যাওয়া বিশ্বকাপ ফাইনালে দর্শক উপস্থিতির দিক দিয়ে।

নারীদের যে’কোন আসরে সবচেয়ে বেশি দর্শক সমাগমের রেকর্ড ১৯৯৯ সালের নারীদের ফিফা বিশ্বকাপের ফাইনালে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে হওয়া সেই ফাইনালে ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে উপস্থিত ছিলো ৯০১৮৫ জন দর্শক। ক্রিকেটে সেই সংখ্যা’টা ৫০ হাজার, মতান্তরে ৭০ হাজার। ১৯৯৭ সালে ইডেন গার্ডেন’সে মাঠে বসে নারী বিশ্বকাপ ফাইনাল দেখেছিলো এই রেকর্ড সংখ্যক দর্শক। আইসিসির আশা ২০২০ এর নারীদের বিশ্ব টি টোয়েন্টির ফাইনাল আগের সব রেকর্ড ভাঙ্গতে সক্ষম হবে।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বেলিন্ডা ক্লার্ক সিডনিতে সূচী উদ্ভোধন অনুষ্ঠানে কথা বলেন আইসিসির লক্ষ্য নিয়ে। তিনি বলেন,“ এত দর্শকদের সামনে খেলতে পারাটা একটা ভাগ্যের ব্যাপার হবে। এতে আমরাও ধারনা পাবো এত বছরে নারী ক্রিকেট কোথায় এসে দাড়িয়েছে। অনেক কিশোর কিশোরীরা আসরটি দেখবে। তারা যদি এত দর্শক দেখে তাহলে খেলাটির প্রতি তাদের আরো আগ্রহ জন্মাবে”।

উল্লেখ্য, দশটি দল অংশগ্রহণ করবে আগামী নারী টি টোয়েন্টি বিশ্বকাপে। ৮টি দল ইতিমধ্যে কোয়ালিফাই করেছে। বাকি ২টি দল আসবে বাছাইপর্ব থেকে। বাংলাদেশ নারী দলের কাছে সুযোগ আছে বাছাইপর্বে সেরা ২ দলের একটি হয়ে নারী টি টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাওয়ার।

ই-বার্তা/ মাহারুশ হাসান