সরকার বিরোধীরা সংখ্যালঘু মৌলবাদ নিয়ে খেলছে

ই-বার্তা ডেস্ক।।  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেছেন, ‘সরকার বিরোধী শক্তি এখন সংখ্যালঘু মৌলবাদ নিয়ে খেলছে। ইসলামী মৌলবাদ দিয়ে দেশকে অস্থিতিশীল  করার চেষ্টার পর এখন সংখ্যালঘু মৌলবাদ নিয়ে খেলছে।’ 

তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা মরণ কামড় দিতে ভিন্ন ভিন্ন পথ অবলম্বন করে নানামুখি ষড়যন্ত্র করছে। কখনও তারা জঙ্গিবাদ, সন্ত্রাস ও গুজব ছড়িয়ে দেশকে অশান্ত করার চেষ্টা করছে। তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ হবে।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামে সোমবার বিকেলে রুমি ফিস ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, বেশ কিছু দিন যাবত কিছু স্বার্থন্বেষী মহল গুজব ছাড়িয়ে মানুষ হত্যা করছিল। তারা গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। 

মিল্কভিটা লিমিটেডের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসিবুর রহমান স্বপন এমপি, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান, ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা, গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান প্রমুখ।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু