সর্বকালের সেরা এখন কাইলি জেনার

ই – বার্তা ডেস্ক।। যেন স্বপ্ন ছুঁয়ে ফেলেছেন কাইলি জেনার।  সব চেয়ে কমবয়সী বিলিয়নিয়ার  হওয়ার রেকর্ড এখন তার দখলে ।বুধবার ফোর্বস এ ঘোষণা দিয়েছে।  জেনার মাত্র ২১ বছর বয়সে বিলিয়নার ক্লাবে পৌঁছালেন ।

এর আগে বিশ্বের সবচেয়ে কমবয়সী বিলিয়নিয়ার হিসেবে রেকর্ড গড়েন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।  তখন জাকারবার্গের বয়স ছিল ২৩  বার। ফোর্বসের কনিষ্ঠ বিলিয়নিয়ারদের তালিকায় শীর্ষ দশজনের মধ্যে বেশিরভাগই ইউরোপের।

ফোর্বসের এ   তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির আসনটি ধরে অ্যামাজনের প্রধান জেফ বেজোস।  তালিকায়  দ্বিতীয় অবস্থানে আছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস।  আর তৃতীয় স্থানে আছেন বিনিয়োগ গুরুখ্যাত ওয়ারেন বাফেট। 

ফোর্বস জানিয়েছে, ২০১৯ সালে বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৫৩ জন, যেখানে ২০১৮ সালে সংখ্যাটি ছিল ২ হাজার ২০৮।

ই – বার্তা / আরমান হোসেন পার্থ