সাতক্ষীরায় আশ্রয়কেন্দ্রে ২০ হাজার মানুষ

ই- বার্তা ডেস্ক।।   ফণীর প্রভাবে সাতক্ষীরার উপকূলীয় এলাকার নদীগুলোতে পানি বৃদ্ধি পেয়েছে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

আজ সকাল থেকে আবহাওয়া স্বাভাবিক থাকলেও দুপুরের পর থেকে দমকা হাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে।

জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় ফণী মোকাবেলার সার্বিক পরিস্থিতি নিয়ে বেলা ১১টায় ও বিকেল ৪টায় প্রেস ব্রিফিং করেছেন ।

তিনি বলেন, দুর্যোগ মোকাবেলার জন্য সব ধরণের ও সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত ২০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

এদিকে জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবক দল লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে একযোগে কাজ করছে।

এই বিষয়ে জেলার উপকূলবর্তী শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, শ্যামনগর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজসহ ১৫৫টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে ১০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। পুলিশ প্রশাসনের সঙ্গে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহযোগিতা করছে। এছাড়া দুর্যোগ মোকাবেলার সব ধরনের প্রস্তুতি রয়েছে।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম