সেই পিস্তলটি ছিল ‘প্লাস্টিকের খেলনা’

ই- বার্তা ডেস্ক।।   চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ছিনতাইয়ের ঘটনায় নিহত পলাশ আহমেদের কাছ থেকে উদ্ধার করা পিস্তলটি ছিল খেলনা পিস্তল।

আজ বুধবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক বিভাগের দেয়া প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এই বিষয়ে ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার রুমানা আকতার গণমাধ্যমকে বলেন, আসল পিস্তলের মত দেখালেও, বাস্তবে এটি খেলনা। পিস্তলটির ম্যাগাজিন আলাদা করা যায়। ভেতরে গুলির মত করে ছোট ছোট প্লাস্টিকের দানা রাখা যায়। এছাড়া অল্প শব্দও হয় এই পিস্তলে। বুধবার মামলার তদন্ত কর্মকর্তার কাছে প্রতিবেদনটি হস্তান্তর করে সিআইডি। এর আগে গত ৭ মার্চ চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সিআইডির ফরেনসিক বিভাগ তাদের ব্যালিস্টিক পরীক্ষার প্রতিবেদন দেয়।

মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিট চট্টগ্রামের পরিদর্শক রাজেশ বড়ুয়া জানান, ব্যালিস্টিক রিপোর্টে বলা হয়েছে, এটি একটি খেলনা পিস্তল। সেখানে বারুদ ব্যবহার বা গুলি করার কোনো সুযোগ নেই। ওই পিস্তলের গায়ে ইংরেজিতে লেখা ছিল- গান সিরিজ ওসাকা, আমান ইন্ডাস্ট্রিজ, মেইড ইন বাংলাদেশ।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম