‘সেফ জোন’ থেকে কুর্দি সেনাদের আত্মসমর্পণের শর্তে হামলা বন্ধে সম্মত তুরস্ক

ই-বার্তা ডেস্ক।।  উত্তর সিরিয়া সীমান্তে তুরস্ক ঘোষিত ‘সেফ জোন’ থেকে কুর্দি যোদ্ধাদের প্রত্যাহার শর্তে অভিযান বন্ধে সম্মত হয়েছে আঙ্কারা।  

বিবিসি জানায়, আঙ্কারায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে এক বৈঠকের মধ্য দিয়ে অভিযান বন্ধের সিদ্ধান্ত নেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। 

বৈঠক শেষে মাইক পেন্স জানান, পাঁচ দিনের জন্য সব ধরনের হামলা বন্ধ রাখা হবে এবং সীমান্তে ‘সেফ জোন’ থেকে কুর্দি বাহিনীকে প্রত্যাহারের সব ধরনের সহায়তা করবে যুক্তরাষ্ট্র।

তবে এই চুক্তির সঙ্গে কুর্দিদের পিপলস প্রোটেকশন ইউনিটস (ওয়াইপিজে) বাহিনী সম্মত কীনা সেটি এখনো স্পষ্ট নয়।  

কুর্দিদের মূল বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) এর কমান্ডার মজলুম কোবানি জানান, রাস আল-আইন এবং তাল আবিয়াদ সীমান্ত শহরে এই চুক্তি কীভাবে কার্যকর হচ্ছে সেটা পর্যবেক্ষণ করবে কুর্দি বাহিনী, যেখানে সবচেয়ে বেশি লড়াই চলছে।

এদিকে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) নামে একটি পর্যবেক্ষক সংস্থা জানায়, চুক্তি ঘোষণার পরও রাস আল আইনে দুই পক্ষের মধ্যে লড়াই অব্যাহত আছে।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু