সৎ মায়েদের সঙ্গে বলিউড তারকাদের সম্পর্ক

ভারতীয় সমাজে সৎ মায়েদের এখনো বাঁকা চোখে দেখা হয়। বেশীরভাগ পরিবারেই সৎ মায়েদের সঙ্গে সন্তানদের বৈরি সম্পর্ক দেখা যায়। কিন্তু বলিউডের অনেক তারকাই এই রকম ধ্যান ধারনাকে ভুল প্রমাণ করেছেন। সালমান খান, শহীদ কাপুর, ফারহান আখতারের মতো অনেক তারকাই তাঁদের সৎ মায়ের সঙ্গে থাকেন। এমনকি সৎ মায়েদের সঙ্গে রয়েছে তাঁদের চমৎকার সম্পর্ক।

সালমানের সৎ মা হেলেন

সালমান খানের বাবা সেলিম খান তাঁর প্রথম স্ত্রী সালমা খানকে তালাক না দিয়েই বিয়ে করেছিলেন হেলেন অ্যান রিচার্ডসনকে। তার উপর হেলেন একজন খ্রিষ্টান নারী। তা সত্ত্বেও সালমান, আরবাজ, সোহেল এবং আলভিরা খান খুব স্বাভাবিক ভাবেই মেনে নিয়েছেন হেলেনকে। এমনকি সালমানের দাতব্য সংগঠন ‘বিং হিউম্যান’ এর আজীবন সদস্য করা হয়েছে হেলেনকে। এছাড়া সালমানের মা সালমা খানের সঙ্গেও নিজ বোনের মতো সম্পর্ক গড়ে তুলেছেন হেলেন।

পূজা ভাটের সৎ মা সনি রাজদান

মহেশ ভাটের প্রথম স্ত্রী কিরণ ভাটের সন্তান পূজা ভাট ও রাহুল ভাট। কিরণ ভাট মারা গেলে, ব্রিটিশ বংশোদ্ভুত অভিনেত্রী সনি রাজধানকে বিয়ে করেন মহেশ ভাট। সনির ঘরে জন্ম নেয় আলিয়া ভাট ও শাহীন ভাট। কিন্তু সৎ মা সনি রাজধানের সঙ্গে একই বাড়িতে থাকেন পূজা। তাঁদের মধ্যে রয়েছে চমৎকার সম্পর্ক।

ফারহান আখতারের সৎ মা শাবানা আজমি

ফারহান আখতারের বয়স যখন ১০ বছর, তখন তাঁর মা হানি ইরানি জাবেদ আখতারকে ছেড়ে চলে যায়। এরপর ১৯৮৪ সালে অভিনেত্রী শাবানা আজমিকে বিয়ে করেন জাবেদ আখতার। কিন্তু শাবানা আজমি অত্যন্ত স্নেহ মমতায় বড় করে তোলেন ফারহান ও তাঁর বোন জয়া আখতারকে। অনেক সাক্ষাৎকারে ফারহান এবং জয়া সৎ মা শাবানা আজমির ত্যাগের প্রশংসা করেন।

সারা আলী খানের সৎ মা কারিনা কপুর

সারা আলী খান সাইফ আলী খানের প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সন্তান। কিন্তু সাইফ কারিনাকে বিয়ে করলেও, সৎ মা হিসেবে কারিনাকে বেশ শ্রদ্ধা করেন সারা। এমনকি সারার আরেক ভাই ইব্রাহিমের সঙ্গেও কারিনার চমৎকার সম্পর্ক রয়েছে। প্রায়ই কারিনার সঙ্গে তাঁরা একসঙ্গে ঘুরে বেড়ান।

শহীদ কাপুরের সৎ মা সুপ্রিয়া পাঠক

মঞ্চ ও টেলিভিশনের একজন মেধাবী অভিনেত্রী হিসেবে খ্যাতি রয়েছে সুপ্রিয়া পাঠকের। শুধু ভালো অভিনেত্রীই নন, বলিউড তারকা শহীদ কাপুরের মমতাময়ী সৎ মা হিসেবেও তিনি পরিচিত। শহীদের প্রকৃত মা নীলিমা কাপুরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সুপ্রিয়া পাঠককে বিয়ে করেন বাবা পঙ্কজ কাপুর। শহীদকে নিজের সন্তানের মতোই স্নেহ করেন সুপ্রিয়া। এমনকি তাঁর খুব খারাপ সময়ে সৎ মা সুপ্রিয়া পাঠক তাঁকে সঙ্গ দেন বলে বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন শহীদ।

ভারতীয় সমাজে সৎ মায়েদের এখনো বাঁকা চোখে দেখা হয়। বেশীরভাগ পরিবারেই সৎ মায়েদের সঙ্গে সন্তানদের বৈরি সম্পর্ক দেখা যায়। কিন্তু বলিউডের অনেক তারকাই এই রকম ধ্যান ধারনাকে ভুল প্রমাণ করেছেন। সালমান খান, শহীদ কাপুর, ফারহান আখতারের মতো অনেক তারকাই তাঁদের সৎ মায়ের সঙ্গে থাকেন। এমনকি সৎ মায়েদের সঙ্গে রয়েছে তাঁদের চমৎকার সম্পর্ক।

সালমানের সৎ মা হেলেন

সালমান খানের বাবা সেলিম খান তাঁর প্রথম স্ত্রী সালমা খানকে তালাক না দিয়েই বিয়ে করেছিলেন হেলেন অ্যান রিচার্ডসনকে। তার উপর হেলেন একজন খ্রিষ্টান নারী। তা সত্ত্বেও সালমান, আরবাজ, সোহেল এবং আলভিরা খান খুব স্বাভাবিক ভাবেই মেনে নিয়েছেন হেলেনকে। এমনকি সালমানের দাতব্য সংগঠন ‘বিং হিউম্যান’ এর আজীবন সদস্য করা হয়েছে হেলেনকে। এছাড়া সালমানের মা সালমা খানের সঙ্গেও নিজ বোনের মতো সম্পর্ক গড়ে তুলেছেন হেলেন।

 

পূজা ভাটের সৎ মা সনি রাজদান

মহেশ ভাটের প্রথম স্ত্রী কিরণ ভাটের সন্তান পূজা ভাট ও রাহুল ভাট। কিরণ ভাট মারা গেলে, ব্রিটিশ বংশোদ্ভুত অভিনেত্রী সনি রাজধানকে বিয়ে করেন মহেশ ভাট। সনির ঘরে জন্ম নেয় আলিয়া ভাট ও শাহীন ভাট। কিন্তু সৎ মা সনি রাজধানের সঙ্গে একই বাড়িতে থাকেন পূজা। তাঁদের মধ্যে রয়েছে চমৎকার সম্পর্ক।

ফারহান আখতারের সৎ মা শাবানা আজমি

ফারহান আখতারের বয়স যখন ১০ বছর, তখন তাঁর মা হানি ইরানি জাবেদ আখতারকে ছেড়ে চলে যায়। এরপর ১৯৮৪ সালে অভিনেত্রী শাবানা আজমিকে বিয়ে করেন জাবেদ আখতার। কিন্তু শাবানা আজমি অত্যন্ত স্নেহ মমতায় বড় করে তোলেন ফারহান ও তাঁর বোন জয়া আখতারকে। অনেক সাক্ষাৎকারে ফারহান এবং জয়া সৎ মা শাবানা আজমির ত্যাগের প্রশংসা করেন।

সারা আলী খানের সৎ মা কারিনা কপুর

সারা আলী খান সাইফ আলী খানের প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সন্তান। কিন্তু সাইফ কারিনাকে বিয়ে করলেও, সৎ মা হিসেবে কারিনাকে বেশ শ্রদ্ধা করেন সারা। এমনকি সারার আরেক ভাই ইব্রাহিমের সঙ্গেও কারিনার চমৎকার সম্পর্ক রয়েছে। প্রায়ই কারিনার সঙ্গে তাঁরা একসঙ্গে ঘুরে বেড়ান।

শহীদ কাপুরের সৎ মা সুপ্রিয়া পাঠক

মঞ্চ ও টেলিভিশনের একজন মেধাবী অভিনেত্রী হিসেবে খ্যাতি রয়েছে সুপ্রিয়া পাঠকের। শুধু ভালো অভিনেত্রীই নন, বলিউড তারকা শহীদ কাপুরের মমতাময়ী সৎ মা হিসেবেও তিনি পরিচিত। শহীদের প্রকৃত মা নীলিমা কাপুরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সুপ্রিয়া পাঠককে বিয়ে করেন বাবা পঙ্কজ কাপুর। শহীদকে নিজের সন্তানের মতোই স্নেহ করেন সুপ্রিয়া। এমনকি তাঁর খুব খারাপ সময়ে সৎ মা সুপ্রিয়া পাঠক তাঁকে সঙ্গ দেন বলে বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন শহীদ।