‘সড়ক থেকে রিকশা চলাচল বন্ধে পরিচালনা করা হবে মোবাইল কোর্ট’

ই- বার্তা ডেস্ক।।   ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন জানিয়েছেন যে,  রাজধানীর প্রধান তিন সড়ক থেকে অবৈধ রিকশা চলাচল বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে।

গতকাল রোববার দুপুরে নগরভবনে রিকশা মালিক-শ্রমিকদের নিয়ে সমন্বয় সভা শেষে তিনি এ কথা জানান। সড়ক তিনটি হল- কুড়িল থেকে মালিবাগ হয়ে সায়েদাবাদ, গাবতলী থেকে আজিমপুর ও সায়েন্স ল্যাবরেটরি থেকে শাহবাগ।

ডিএসসিসি মেয়র কুড়িল-সায়েদাবাদ সড়কে অবৈধ রিকশা চলাচল বন্ধ করার অনুরোধ জানালে রিকশাচালক সমিতির সভাপতি ইউনুস আলী এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

এসময় সমন্বয় সভায় উপস্থিত রিকশা মালিক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক আলী জামান অবৈধভাবে বেনামে প্লেট লাগিয়ে ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশা চলাচল বন্ধের দাবি জানান।

সভায় অন্যান্যের মধ্যে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান, বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মফিজ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।