৩০ মার্চ রাজধানীতে মানববন্ধন করবে জাতীয় ঐক্যফ্রন্ট

ই- বার্তা ডেস্ক।।   জাতীয় ঐক্যফ্রন্ট গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদসহ পাঁচ দফা দাবিতে ৩০ মার্চ রাজধানীতে মানববন্ধন করবে । এছাড়া একাদশ নির্বাচনের ফলাফল বাতিল ও নতুন নির্বাচনের দাবিতে এপ্রিল থেকে বিভাগীয় ও জেলা শহরগুলোতে সভা-সমাবেশ-গণশুনানির মতো কর্মসূচি করবে তারা।

গতকাল শুক্রবার জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এসব কথা জানান।জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক থেকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২ দিনের কর্মসূচি ঘোষণা করে জাতীয় ঐক্যফ্রন্ট। এর মধ্যে রয়েছে- ২৬ মার্চ সকাল ৯টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ৩১ মার্চ বিকাল ৩টায় রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা।

মাহমুদুর রহমান মান্না গণমাধ্যমকে বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধি, নিরাপদ সড়ক, উপজেলা নির্বাচনে অব্যবস্থা, ডাকসু নির্বাচনে অব্যবস্থা তথা ভোট ছিনতাইসহ সামগ্রিকভাবে নির্বাচন প্রক্রিয়াকে ছিনতাই করা, দেশের সীমাহীন অর্থনৈতিক বৈষ্যম বৃদ্ধিসহ সরকার লুটপাটের ব্যবস্থা কায়েম করেছে। এর প্রতিবাদে ৩০ মার্চ বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা মানববন্ধন করব।

তিনি বলেন, আমরা সারা দেশে এপ্রিলে বিভাগীয় শহরগুলোতে কর্মী সমাবেশ, সমাবেশ অথবা গণশুনানি শুরু করব। এরপর আমরা জেলাগুলোতে যাব। সারা দেশে এ আন্দোলন ছড়িয়ে দেয়ার জন্য আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

রব বলেন, বছরের পর বছর নাগরিকরা অপহরণ হয়ে যাচ্ছে- এটা জনগণের মধ্যে উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। দেশের যুব সমাজ-ছাত্র সমাজ, জনগণ হতবাক হয়ে তাকিয়ে আছে, দেশে কি চলছে? একদলীয় শাসন না স্বৈরাচারী ফ্যাসিবাদী ডিক্টেটরি শাসন? 

আমরা এপ্রিল থেকে ধারাবাহিক কর্মসূচি দেয়ার এ সিদ্ধান্ত নিয়েছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, জগলুল হায়দার আফ্রিক, মোশতাক আহমেদ, রফিকুল ইসলাম পথিক, নাগরিক ঐক্যের শহিদুল্লাহ কায়সার, জাহেদ-উর রহমান, জেএসডির আবদুল মালেক রতন, কৃষক শ্রমিক জনতা লীগের হাবিবুর রহমান তালুকদার, ইকবাল সিদ্দিকী, বিকল্পধারা বাংলাদেশের একাংশের শাহ আহমেদ বাদল, গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম