হাইনান দ্বীপে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা মোতায়েন করেছে চীন


ই-বার্তা প্রকাশিত: ১০ই মে ২০১৭, বুধবার  | সকাল ১১:৫৮ এশিয়া

ই- বার্তা ডেস্ক।। ভূমি-ভিত্তিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা বেইজিং মোতায়েন করেছে চীন। দক্ষিণ চীন সাগরের কৌশলগত দ্বীপ হাইনানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। সোমবার উপগ্রহ থেকে তোলা ছবিতে এটি ধরা পড়েছে।

এ উৎক্ষেপণ ব্যবস্থা মোতায়েনের ধরণ থেকে মনে হচ্ছে, ভূমি থেকে জাহাজ লক্ষ্য করে ছোঁড়ার উপযোগী ক্ষেপণাস্ত্র বসানো হয়েছে। দ্বীপটিতে চীনের গণমু্ক্তি ফৌজের নৌঘাঁটি রয়েছে এবং দুই মাসের মধ্যে দ্বীপে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কয়েকটি ব্যবস্থা বসানো হয়েছে। এ সব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের মধ্য দিয়ে চীনের জন্য দূরবর্তী এলাকায় শক্তি প্রদর্শনের সুযোগ সৃষ্টি হয়েছে।

উপগ্রহ থেকে দু’বছর আগে তোলা ছবিতে একই ধরণের দৃশ্য দেখা গিয়েছিল। কিন্তু দ্বীপের অবকাঠামো উন্নয়নের জন্য পরে এ সব সরিয়ে নেয়া হয়েছিল।
দক্ষিণ চীন সাগরের এ অঞ্চলের দ্বীপপুঞ্জের ওপর চীন ছাড়াও ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং ব্রুনাই সার্বভৌমত্ব দাবি করছে।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ