বাতাসে দূষণের মাত্রা বেশি থাকায় দিল্লী টেস্ট বন্ধ


ই-বার্তা প্রকাশিত: ৩রা ডিসেম্বর ২০১৭, রবিবার  | বিকাল ০৪:৪৭ ক্রিকেট

ই-বার্তা ।। দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন চলাকালীন হঠাতই ১২ মিনিটের জন্য বন্ধ হয়ে যায় খেলা।

এসময় ম্যাচ রেফারি ডেভিড বুন চিকিৎসকের পরামর্শ নেয়া শুরু করেন। খেলা চলাকালীন শ্রীলঙ্কান পেস বোলার লাহিরু গামাগে বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েন।

আম্পায়াররা ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও শ্রীলঙ্কৈার অধিনায়ক দিনেশ চান্দিমালের সাথে পরামর্শ করে আবারো খেলা শুরু করেছেন।

দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামটি যে এলাকায় অবস্থিত সেখানের বাতাসের গুণগত মান বেশ খারাপ বলে জানা গেছে এয়ার কোয়ালিটি ইনডেক্সে। এই মাপকাঠিতে দিল্লীর রেটিং কোথাও কোথাও ২০০, যা কি না খুবই অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। শ্রীলঙ্কায় বাতাসের এই গুণগত মানের পরিমাপ ৩০ থেকে ৫০ এর মধ্যে বিরাজ করে।

খবরঃ বিবিসি বাংলা

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ