লারাকে পেছনে ফেলে শচীন ও শেওয়াগের রেকর্ড ছুঁলেন কোহলি


ই-বার্তা প্রকাশিত: ৩রা ডিসেম্বর ২০১৭, রবিবার  | দুপুর ০১:৪৪ ক্রিকেট

ই-বার্তা।। নাগপুরের পর এবার দিল্লিতে দ্বিশতক হাঁকালেন বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টেস্টে এই অর্জন লুফে নিলেন ভারতীয় কাপ্তান। এ নিয়ে ক্যারিয়ারে ষষ্ঠ দ্বিশতক করলেন কোহলি। ছুঁলেন ভারতের হয়ে সর্বাধিক দ্বিশতক হাঁকানো-শচীন টেন্ডুলকর ও বীরেন্দ্র শেওয়াগের রেকর্ড। ভারতের হয়ে ৬টি করে ডাবল রয়েছে শচীন-শেওয়াগের ঝুলিতে।

এদিকে আরেক সুপারস্টার ব্রায়ান লারাকে টপকে গেলেন কোহলি। অধিনায়ক হিসেবে টেস্টে সর্বাধিক ডাবল সেঞ্চুরি ব্রায়ান লারার। ৫টি দ্বিশতরান রয়েছেন ক্যারিবিয়ান বাঁহাতির ঝুলিতে। সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন বিরাট।

শুধু তাই নয়, এক ক্যালেন্ডার বর্ষে আন্তর্জাতিক ক্রিকেটে (ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি) সবচেয়ে বেশি রান করায় তৃতীয়স্থানে বিরাটের নাম। এখনও পর্যন্ত ৪৬টি ইনিংসে বিরাটের রান ২৭৩২, গড় ৭০.০৫। প্রথমস্থানে রয়েছেন কুমার সঙ্গাকারা। তার রান সংখ্যা ২৮৬৮।

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম দিনে, শনিবার প্রায় সারাদিন চেষ্টা করেও কোহলিকে বিব্রত করতে পারেননি শ্রীলঙ্কার বোলাররা। ওয়ানডের মতো ব্যাটিং করেছেন ক্যাপ্টেন কোহলি। বিরাটের আক্রমণাত্মক ব্যাটিং সত্ত্বেও ফায়দা তুলতে পারেননি চান্দিমলরা। মাত্র ২৩৮ বল খেলে ডাবল সেঞ্চুরি তুলে নেন তিনি।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ