অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামে পরিবহন ধর্মঘট শুরু


ই-বার্তা প্রকাশিত: ৩রা ডিসেম্বর ২০১৭, রবিবার  | দুপুর ০২:৫৬ চট্টগ্রাম

ই-বার্তা ।। মেট্রো গণ-পরিবহন মালিক সংগ্রাম পরিষদ পুলিশি হয়রানি, রুট পারমিটবিহীন গাড়ি চলাচল বন্ধসহ ১১ দফা দাবিতে চট্টগ্রামে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে।

রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থেকে গাড়ি না পেয়ে বেশিরভাগ মানুষই পায়ে হেঁটে কর্মস্থলে গেছেন।

পরিবহন মালিকদের দাবি, পুলিশ অন্যায়ভাবে মামলা দিয়ে তাদের হয়রানি করছে। এছাড়া জেলা রুটের গাড়ি শহরে প্রবেশ বন্ধ, পুরনো গাড়ির রেজিষ্ট্রেশন দেয়ার আগে নতুন গাড়ির রেজিষ্ট্রেশন বন্ধেরও দাবি জানিয়েছেন তারা।

সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম এর আরও সংবাদ