ত্রিমুকুট জয়ে এক ধাপ এগিয়ে জুভেন্টাস


ই-বার্তা প্রকাশিত: ১৮ই মে ২০১৭, বৃহঃস্পতিবার  | দুপুর ০২:৪৬ ফুটবল

ই-বার্তা।। বুধবার রাতে ইতালিয়ান কাপের ফাইনাল জিতে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলেছে জুভেন্টাস। লাৎসিওর বিপক্ষে ২-০ গোলের সহজ জয় পায় তারা। এদিকে লিগ শিরোপায় এক হাত দিয়ে রাখা জুভ উঠে আছে আবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। সব মিলে ত্রিমুকুট জয়ের হাতছানি এবার জুভেন্টসের সামনে।

এমন নয় যে অনেক দিন পর কোপা ইতালিয়ার (ইতালিয়ান কাপ) শিরোপা জিতল জুভেন্টাস। এবার দিয়ে টানা তৃতীয়বার জিতল ঘরোয়া কাপের শ্রেষ্ঠত্ব। যদিও লাৎসিওকে হারিয়ে জেতা শিরোপার মধ্যে আলাদা একটা তৃপ্তি আছে। কারণ ইউরোপিয়ান ফুটবলে চলতি মৌসুমে জুভেন্টাসই একমাত্র ক্লাব, যাদের সম্ভাবনা আছে ত্রিমুকুট জয়ের।

তিন শিরোপার প্রথমটি নিশ্চিত করেছে তারা দুই ডিফেন্ডারের লক্ষ্যভেদে। ম্যাচ ঘড়ির ১২তম মিনিটে জুভেন্টাসকে এগিয়ে নেন আলভেস। বক্সের ভেতর থেকে করা তার ভলি আশ্রয় নেয় লাৎসিওর জালে। মিনিট ১২ পর আবারও গোলোৎসব, এবার স্কোরশিটে নাম তোলেন লিওনার্দো বনুচ্চি। কর্নার থেকে উড়ে আসা বল পায়ের আলতো ছোঁয়ায় জড়িয়ে দেন জালে। বাকি সময়ে আর গোল না হলে ২-০ ব্যাবধানের জয় নিযে মাঠ ছাড়ে জুভেন্টস।

সর্বশেষ সংবাদ

ফুটবল এর আরও সংবাদ