সারা দেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে জুয়েলারি দোকান


ই-বার্তা প্রকাশিত: ১৮ই মে ২০১৭, বৃহঃস্পতিবার  | রাত ১০:০৯ পণ্যবাজার


ই-বার্তা প্রতিবেদক।।জুয়েলারি দোকানে প্রায়ি গঠে হয়রানিমূলক অভিযান।আর এ অভিযান বন্ধ ও ব্যবসাবান্ধব স্বর্ণ আমদানি নীতিমালা বাস্তবায়নের দাবিতে, অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সব জুয়েলারি দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি।আজ বৃহস্পতিবার সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো নোটিশ ছাড়া আজ বৃহস্পতিবার আমিন জুয়েলার্সে অভিযান ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপককে আটকের পরিপ্রেক্ষিতে জুয়েলার্স সমিতি জরুরি সভা করে। সভায় অনির্দিষ্টকালের জন্য দেশের সব জুয়েলারি দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব দোকান বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সই করেন সমিতির সভাপতি গঙ্গা চরণ মালাকার ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা।এদিকে শুল্ক গোয়েন্দা এ তদন্ত পরিদপ্তরের মহাপরিচালক মইনুল খান রাত সাড়ে আট টায় জানিয়েছেন, বাংলাদেশ জুয়েলার্স সমিতি নেতারা তার দপ্তরে বৈঠকের জন্য আসছেন। এর আগে তিনি জানান, নিউমার্কেটের কোন সোনার দোকানে শুল্ক গোয়েন্দারা অভিযান চালায়নি।

সর্বশেষ সংবাদ

পণ্যবাজার এর আরও সংবাদ