এক অমিমাংশিত রহস্যের নাম ক্রপ সার্কেল


ই-বার্তা প্রকাশিত: ২০শে মে ২০১৭, শনিবার  | বিকাল ০৩:২৭ গদ্য

সাজিদ সুমন ।। ই-বার্তা ।। ইংল্যান্ডের ফসলের ক্ষেতগুলোতে ১৯৭০ সালের দিকে অদ্ভূত একটা জিনিস দেখা দিতে লাগল । ফসলভরা ক্ষেতের কোন এক জায়গায় গোল করে কিছু ফসল কেটে কিংবা শুইয়ে রাখা হয়েছে ।যেটুকু জায়গায় ফসল নেই,সেইটুকু জায়গা একটা আদর্শ বৃত্তের শেপ নিয়েছে । জিনিসটা তৈরি হতো একেবারে রাতারাতি,এক রাতের ভিতরে । কৃষক হয়তো সন্ধ্যায় তার ক্ষেতের পরিচর্যা করে বাড়ি ফিরেছে । আসার সময় তার ক্ষেতকে একেবারে ভাল অবস্থায় দেখেছে , পরদিন সকালে এসে দেখে ক্ষেতের ভিতরে বিশাল বিশাল আকারের বৃত্ত । একেকটা বৃত্ত আসলেই বিশাল বড় , কয়েকশো ফুট ব্যাসার্ধের । ইংল্যান্ডের হ্যাম্পশায়ার এবং উইল্টশায়ারের ফসলের ক্ষেতে প্রথম এই অদ্ভূত জিনিস দেখা যায় । পরবর্তীতে ইংল্যান্ডের অন্যান্য জায়গায়ও একে একে এই অদ্ভূত জিনিস দেখা দিতে থাকে ।গম, ভুট্টা, আলু,আখ,জই, ওট ----প্রায় সকল ফসলের ক্ষেতেই একের পর এক এই অদ্ভূত জিনিস দেখা যেতে লাগল । নিউজপেপারগুলো এই জিনিসের নাম দিল Crop cricle .সাংবাদিকরা হেলিকপ্টার নিয়ে আক্রান্ত ফসলের ক্ষেতের ছবি তুলতে লাগল । দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও এই অদ্ভূত খবর ছড়িয়ে পড়ল । কিন্তু কেউই এই ক্রপ সার্কেলের কারন বলতে পারল না । কিছু বিশেষজ্ঞ বললেন , কোনো এক ধরনের পোকার আক্রমনে এই ঘটনা ঘটেছে । পোকাগুলো বৃত্তাকারে নির্দিষ্ট জায়গার ফসল খেয়ে শেষ করেছে ,অন্য জায়গায় যায়নি । কিন্তু ঘটনাস্থলে তেমন কোনো পোকার আলামত পাওয়া যায়নি। কিছু বিশেষজ্ঞ বললেন , পৃথিবীর দক্ষিন গোলার্ধে সাইক্লোন কিংবা ঝড়ো বাতাস সবসময় ক্লকওয়াইজ ঘোরে । আর পৃথিবীর উত্তর গোলার্ধে সাইক্লোনের বাতাস ঘোরে এন্টিক্লকওয়াইজ । যেহেতু ইংল্যান্ড উত্তর গোলার্ধে অবস্থিত , এখানের সাইক্লোনগুলো এন্টিক্লকওয়াইজ ঘুরবে । সেক্ষেত্রে ফসলের ক্ষেতে সাইক্লোন বয়ে গেলে যে বৃত্তাকার ফসলগুলো ক্ষতিগ্রস্থ হবে ,সেগুলো ঘড়ির কাটার উলটো দিকে একটু চাপানো থাকবে , আর দেখা যাচ্ছে যে সব ক্রপ সার্কেলগুলোই সে রকমই । এই থিওরিটা কিছুদিন খুব মার্কেট পেলো । কিন্তু কিছুদিন পরেই দেখা গেলো, ঘড়ির কাটার দিকে চাপানো ক্রপ সার্কেল আবির্ভূত হচ্ছে একের পর এক । ইংল্যান্ডের সীমানা ছাড়িয়ে ক্রপ সার্কেল পাড়ি দিল বহির্বিশ্বেও । ইউরোপের সবগুলো দেশ , অস্ট্রেলিয়া ,আমেরিকা ,কানাডা, সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া),জাপানে একের পর এক ক্রপ সার্কেল রিপোর্টেড হল (তবে এশিয়া বা আফ্রিকা থেকে ক্রপ সার্কেল দেখতে পাওয়ার দাবি উঠেনি)। আনুমানিক ১০ হাজার ক্রপ সার্কেল গত ৫০ বছরে পৃথিবীতে আবির্ভূত হয়েছে । কুইন্সল্যান্ডের টালি শহরের একজন কৃষক দাবি করলেন , ' রাতের বেলা দেখলাম আনুমানিক ৩০ ফুট লম্বা ডিস্ক আকৃতির একটা জিনিস ফশলের ক্ষেত থেকে উপরে উঠে আগুনের গোলা নিক্ষেপ করতে করতে অদৃশ্য হয়ে গেল । আমি কাছে গিয়ে দেখলাম, জিনিসটা যেখানে ছিলও সেখানে বৃত্তাকার ক্রপ সার্কেল তৈরি হয়ে গেছে ।' এই দাবির পরে ক্রপ সার্কেল তৈরির পেছনে এলিয়েনদের হাত আছে বলে অনেকে বিশ্বাস করা শুরু করলেন । তারা বললেন , এলিয়েনরা UFO (unknown flying object) তে করে পৃথিবীতে ঘুরতে আসে । ফসলের ক্ষেতে ল্যান্ড করার পরে তারা ইচ্ছাকৃতভাবে এইসব ক্রপ সার্কেল তৈরি করে যায় মানুষকে দেখানোর জন্য । কিছু ইউএফও বিশেষজ্ঞ (UFOlogist) ব্যাখ্যা দিলেন যে এত নিখুত শেপের এবং এত বড় মাপের ক্রপ সার্কেল এত দ্রত এবং এত একুরেটলি কোনো মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয় । সো, এটা অবশ্যই এলিয়েনের কাজ । কিন্তু ইতিহাসে আগে কখনোই ক্রপ সার্কেল দেখা যায়নি । এলিয়েনরা ১৯৭০ সালে এসে কেন ক্রপ সার্কেল বানিয়ে দিয়ে যাচ্ছে ? এই প্রশ্নের উত্তরে ইউফোলোজিস্টরা বললেন, এলিয়েনরা তো আর বছর বছর পৃথিবীতে ভিজিট করতে আসেনা । এখন ওরা পৃথিবীতে এসেছে ,তাই মানুষের দৃষ্টি আকর্শনের জন্য এই সব ক্রপ সার্কেল বানাচ্ছে । একটা এমন ক্রপ সার্কেলে দেখা গেলো ইংরেজী হরফে লিখা “WE ARE NOT ALONE”, আমরা একা নই! এলিয়েনরা লিখেছে “আমরা একা নই”( যদি তারা যদি লিখতো “তোমরা একা নও” তবে সেটা বেশি অর্থবহ হতো ) পরে একবার দেখা গেলো এইরকম একটা সার্কেলের নিচে “DD” লিখা । এই ডিডি এর মানে কি , কেউ বলতে পারলোনা , তবে ইউফোলোজিস্টরা একে কোনো গোপন কোড বলে প্রচার করল । বিভিন্ন শেপের ক্রপ সার্কেল দিয়ে এলিয়েনরা কি বোঝাতে চায় সেটার জন্য ইউফোলোজিস্টরা ক্রপ সার্কেল এলফাবেট বের করে ফেলল । সময় যত গড়াতে লাগল, ক্রপ সার্কেল গুলো তত জটিল হতে লাগল । প্রথমদিকের ক্রপ সার্কেল গুলো ছিলও জাস্ট একটা বৃত্ত । পরের ক্রপ সার্কেলগুলো অনেকগুলো বৃত , উপবৃত্ত , রম্বস ,হেক্সাগোনাল শেপের হতে লাগল ।কিছু কিছু ক্রপ সার্কেলে পোকা মাকড় , প্রানী এমনকি এলিয়েনের চেহারাও দেখা যেতে লাগল । ক্রপ সার্কেলের ভিতরে বিভিন্ন কেমিকালের কপাউন্ডের স্ট্রাকচার, জ্যামিতির উপপাদ্য, ফিজিক্সের সূত্র এসবও দেখা যেতে লাগলো (শেপ যদিও আর গোল থাকলো না তারপরেও এগুলোকে ক্রপ সার্কেল নামেই ডাকা হতে লাগল) অলৌকিক ঘটনায় বিশ্বাসী কিছু লোক বলল, ক্রপ সার্কেলের পিছনে প্যারানর্মাল এক্টিভিটিজ জড়িত । এইসকল ফসলের ক্ষেতে বিভিন্ন প্যারানর্মাল ফোর্স একে অপরের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে এবং ফসলের ক্ষতি করে । অনেক সময় বিভিন্ন প্যারানর্মাল ক্রিয়েচার নিজেদের শক্তি প্রকাশ করার জন্য এইসব করে রাখতে পারে । শত শত বই লেখা হল ক্রপ সার্কেলের উপরে । অনেক টিভি প্রোগ্রামও বের হল, এবং সেগুলো পপুলারিটিও পেল । টিশার্ট কিংবা ব্রেসলেটের ডিজাইনে ক্রপ সার্কেল উঠে আসল । অনেকে তাদের শরীরে ক্রপ সার্কেলের বৃত্তাকার ট্যাটু করালেন । দিন দিন এর পপুলারিটি বাড়িতেই লাগল । কিন্তু এই রহস্যের সমাধান এখনো কেউ দিতে পারেননি।
সুত্র ঃ ইন্টারনেট ।

সর্বশেষ সংবাদ

গদ্য এর আরও সংবাদ