লাঞ্ছনার মামলায় সেলিম ওসমানের জামিন


ই-বার্তা প্রকাশিত: ২৩শে মে ২০১৭, মঙ্গলবার  | দুপুর ০১:০১ রাজনীতি

ই-বার্তা প্রতিবেদক।। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছনার মামলায় সংসদ সদস্য সেলিম ওসমানকে আদালত জামিন দিয়েছে। মঙ্গলবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম জেসমিন আরার আদালতে সেলিম আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করলে আবেদন মঞ্জুর করেন বিচারক। আগামী ৪ জুলাই চার্জগঠনের দিন ধার্য করেন তিনি।

গত ২২ জানুয়ারি বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন গ্রহণ করে মামলাটি নারায়ণগঞ্জ আদালত থেকে ঢাকার সিজেএম আদালতে নিয়ে আসার নির্দেশ দেন হাইকোর্ট। আদেশে বিচারপতি বলেন, “বিচারিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আমরা ওই ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছি। বিচারের স্বার্থে এটি যথাযথ বলে প্রতীয়মান হয়”।

২০১৬ সালের ১৩ মে শিক্ষক শ্যামল কান্তিকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলে বিদ্যালয় প্রাঙ্গণে লাঞ্ছিত করেন সেলিম ওসমান। ঘটনার ভিডিও প্রকাশ পেলে দেশজুড়ে তীব্র নিন্দা-প্রতিবাদের ঝড় ওঠে। রাজনৈতিক অনেক নেতারাও সে সময় সেলিম ওসমানের এ কাজের জন্য নিন্দা করেন। কিন্তু প্রভাবশালী সেলিম ওসমান কোনো ভুল করেননি দাবি করে ক্ষমা চাইতে অস্বীকার করেন।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ