রানার্স আপ তকমা ছুঁড়ে ফেলতে চান টেলর


ই-বার্তা প্রকাশিত: ২৯শে মে ২০১৭, সোমবার  | বিকাল ০৪:০০ ক্রিকেট

ই-বার্তা।। ১৯৩০ সালে প্রথম টেস্ট খেলা নিউজিল্যান্ড ৮৭ বছর পার করলেন আন্তর্জাতিক ক্রিকেটে। এই দলের এখন পর্যন্ত সর্বোচ্চ সাফল্য ২০০০ সালের চ্যাম্পিয়নস ট্রফি আর গত বিশ্বকাপের রানার্স আপ! আর এই রানার্স আপ তকমাই বিরক্ত করে কিউই তারকা রস টেলরকে। তার বিশ্বাস এবার সেই তকমা ছুঁড়ে ফেলে দিতে পারবে নিউজিল্যান্ড।

অবশ্য সেরকম কিছু করতে উড়ন্ত সূচনাই করতে হবে কিউইদের। টেলরের মতে, ‘আমাদের ছেলেরা অনেক দিন ধরেই খেলে আসছে। তাই সবাইকে ভালো করেই চেনা জানা আছে। এক্ষেত্রে আসল দিকটা হলো আমাদের শক্তিমত্তা। তবে আমাদের শুরুটা ভালো করতে হবে।

চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ড খেলবে বাংলাদেশ, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর সেখানে টেলর শক্তিধর হিসেবে দেখছেন অসি ও ইংলিশদের। তাই ম্যাচগুলোতে শুরুটা ভালো না করলে ছিটকে যেতে হবে টুর্নামেন্ট থেকে-এমনটাই মনে করেন কিউই এই ব্যাটসম্যান, ‘আমাদের কঠিন দুটি ম্যাচ আসলে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষেই। ওদের বিপক্ষে শুরুটা ভালো করতে না পারলে আমাদের টুর্নামেন্ট কিন্তু শেষ।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ