পাকিস্তানের পারমাণবিক পরীক্ষা শত্রুদের কঠিন বার্তা দিয়েছে


ই-বার্তা প্রকাশিত: ২৯শে মে ২০১৭, সোমবার  | সন্ধ্যা ০৭:৪৯ এশিয়া


ই-বার্তা প্রতিবেদক।।১৯৯৮ সালে পাকিস্তানের পারমাণবিক পরীক্ষা দক্ষিণ এশিয়ায় ক্ষমতার ভারসাম্য তৈরি করেছে বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ । তিনি বলেন,১৯ বছর আগে আমরা আমাদের দেশের প্রতিরক্ষা অভেদ্য করে গড়ে তুলেছি। এখন আগের মতোই উৎসর্গ ও আবেগ নিয়ে দেশের অর্থনীতি শক্তিশালী ও স্থিতিশীল করে তুলবো। বর্তমান যুগে কোনো দেশের নিরাপত্তা অর্থনৈতিক স্থিতিশীলতা থেকে বিচ্ছিন্ন কিছু নয়।


পাকিস্তান প্রথমবার পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করে ১৯৯৮ সালের ২৯শে মে । এই দিনটিকে পাকিস্তানের ইতিহাসে অবিস্মরণীয় দিন বলে ঘোষণা করেন শরীফ। তিনি বলেন, পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রাম দক্ষিণ এশিয়ায় ক্ষমতার ভারসাম্য তৈরি করেছে, এটি একটি শান্তির প্রতীকে পরিণত করেছে কারণ এতে এই অঞ্চলের ছোট দেশগুলো শান্তির নিশ্বাস ফেলেছে।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ