মার্কিন বিমান বাহিনীর সাথে জাপানের যৌথ মহড়া


ই-বার্তা প্রকাশিত: ২রা জুন ২০১৭, শুক্রবার  | দুপুর ০২:০১ এশিয়া

ই-বার্তা ।। মার্কিন বিমানবাহী দুই রণতরির সঙ্গে জাপানের নৌ এবং বিমান বাহিনী যৌথ মহড়া শুরু করেছে। গতকাল থেকে জাপান সাগরে শুরু হওয়া এ মহড়া টানা তিন চলবে। ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার সঙ্গে টানাপড়েন তুঙ্গে তখন এ মহড়ায় নামল দেশদু’টি।
মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস কার্ল ভিনসন এবং ইউএসএস রোনাল্ড রিগ্যানের সঙ্গে মহড়ায় অংশ নিবে জাপানের ডেস্ট্রয়ার হিউগা এবং আশিয়াগারা। জাপান সাগরে এ মহড়া চলেছে। এ সাগর জাপানকে কোরিয়া উপদ্বীপকে আলাদা করেছে।
পাশাপাশি জাপানি বিমান বাহিনীর এফ-১৫ যুদ্ধবিমানগুলো মার্কিন নৌ বাহিনীর এফ-১৮ জঙ্গি বিমানের সঙ্গে কল্পিত যুদ্ধে নামবে। জাপানের সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, এই প্রথম বিমানবাহী দু’টি রণতরির সঙ্গে মহড়া চালাচ্ছে জাপান।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ