টাইগার-ক্যাঙ্গারুদের অস্তিত্ব রক্ষার লড়াই


ই-বার্তা প্রকাশিত: ৫ই জুন ২০১৭, সোমবার  | বিকাল ০৫:৫৫ ক্রিকেট

বাঁচো নয়তো মরো। এমন সমীকরণ নিয়েই মাঠে নামবে টাইগার এবং ক্যাঙ্গারু বাহিনী। গ্রুপ পর্বের প্রথম ম্যাচ হেরেছে বাংলাদেশ। আর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের সাথে পয়েন্ট ভাগাভাগি করেছে বৃষ্টির কারণে। যে দল জিতবে সে দলই সেমি ফাইনালের দিকে বেশ এগিয়ে যাবে।আর হারলে সম্ভবনার প্রদীপ টিমটিমে হয়ে যাবে। শক্তির বিচারে অস্ট্রেলিয়া অনেক এগিয়ে, তাছাড়া পরিসংখ্যানে তো চোখ বুলানোই নিষেধ! ২০ বারের দেখায় ১৮ টিতেই জিতেছে অস্ট্রেলিয়া, বিপরীতে বাংলাদেশের সম্বল একটি মাত্র জয়, সেটিও আবার ২০০৫ সালে! বাকী একটি ম্যাচ পরিত্যাক্ত হয়। তবে পরিসংখ্যান আর শক্তি দিয়ে মাঠের খেলা গড়ায় না।নির্দিষ্ট দিনে ভালো ক্রিকেট খেলা দলটাই বিজয়ী হবে।

টাইগার টিম নিউজ
প্রথম ম্যাচ হেরেই কিছুটা ব্যাকফুটে টাইগাররা, তবে ঘুরে দাঁড়াতে প্রস্তুত। আগের ম্যাচের ভুলগুলো সমাধান করেই মাঠে নামবে বাংলাদেশ। পাঁচ বোলার নিয়েই মাঠে নামার চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট। আর অস্ট্রেলিয়ার শক্তিশালী পেস এ্যাটাক থামাতে প্রস্তুত থাকবে সাত ব্যাটসম্যান। ওপেনার তামিম ইকবাল, মুশিফিকুর রহমান সহ সবাই আছেন দারুণ ফর্মে!

আজ একাদশে এক অথবা দুটি পরিবর্তন আনতে পারে টিম ম্যানেজমেন্ট।
গত ম্যাচে আট জন ব্যাটসম্যান নিয়ে ৩০৫ রান করেছিল টাইগার বাহিনী। তবে ব্যাটসম্যান আধিক্যে বলি দিতে হয়েছিলো একজন বোলারকে। সেই দিনের আকাশ হাসলেও আজকের আকাশ কিন্তু হাসবে না। বৃষ্টি হওয়ার প্রবল সম্ভবনা রয়েছে, সেই সাথে তাপমাত্রাও থাকবে কম। তাই কন্ডিশন বুঝে একাদশ ঘোষণা করতে হবে। সেক্ষেত্রে তাসকিন নয়তো মিরাজ যেকোন একজনকে খেলানোর সম্ভবনা বেশি। আর যদি ২ জনের কাউকেই না খেলায় তাহলে স্পেশালিষ্ট বাঁহাতি স্পিনার সানজামুলকে খেলাবে। তবে ব্যাটিং সামর্থ্য চিন্তা করলে মিরাজ একাদশে জায়গা পাবে। আর যদি ম্যানেজমেন্ট সিমিং কন্ডিশনের কারনে পেসার খেলানোর চিন্তা করে, সেক্ষেত্রে তাসকিন অথবা শফিউলকে দেখা যাবে এগারোজনে সামিল হতে।

কার বদলে দলে আসবে পাঁচ নম্বর বোলার?
এই প্রশ্নের উত্তরে দুই জনের নাম আগে আসবে। আগের ম্যাচে ওয়ান ডাউনে খেলানো ইমরুল কায়েস এবং সাত নাম্বারে খেলা সাব্বির রহমান। চ্যাম্পিয়ন ট্রফিতে সাব্বিরকে ফিনিশার হিসেবেই খেলাচ্ছে নির্বাচকরা।আর ইমরুলকে তিন নম্বরে। যদি বাড়তি একজন বোলার দলে নেয় তাহলে এদের যেকোন একজনকে জায়গা ছাড়তে হবে। আর যদি দুজনকেই খেলানো হয় তাহলে চোখ পড়বে সৈকতের ওপর। আট নম্বরে খেলা সৈকতের বোলিংও তখন দরকার পড়বে না বাংলাদেশের।

বাংলাদেশের সম্ভাব্য একদাশঃ
১.তামিম ইকবাল ২. সৌম্য সরকার ৩. সাব্বির রহমান ৪.মুশফিকুর রহিম ৫.সাকিব আল হাসান ৬. মাহমুদউল্লাহ রিয়াদ ৭. মোসাদ্দেক হোসেন ৮.মিরাজ/তাসকিন ৯. মাশরাফি বিন মুর্তজা ১০. রুবেল হোসেন ১১. মুস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া টিম নিউজ
বৃষ্টির কারণে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সাথে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে অজিদের। সেমি ফাইনালের পথে টিকে থাকতে হলে নতুন বাংলাদেশের সাথে লড়াই করতে হবে। সাম্প্রতিক সময়ে দারুণ সময় পার করা অস্ট্রেলিয়া এবারের আসরে অন্যতম একটি ফেবারিট দল। তাই জয় ছাড়া কিছু ভাবছে না ক্যাঙ্গারুরা। টাইগারদের মোকাবেলা করার জন্য প্রস্তুত তাঁদের পেস আক্রমণ। প্যাট কামিন্স, স্টার্ক সহ আরো অভিজ্ঞ কিছু পেসার আছেন,যারা খুব সহজেই বিপক্ষ দলকে ঘায়েল করতে পারে। আর রানের পাহাড় গড়ার জন্য আছে শক্তিশালী ব্যাটিং লাইন আপ। সদ্য সমাপ্ত আইপিএল সেরা রান সংগ্রাহক ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, ম্যাক্সওয়েলের মতো তারকা খেলোয়াড়রা। তবে বাংলাদেশ যে তাদের ছেড়ে কথা বলবে না এটা ভালো করেই জানেন অজি ক্যাপ্টেন স্টিভ স্মিথ। স্মিথ সোজা ভাবেই বলেছেন যে, ওদের তামিম ইকবাল, মুশফিক, মুস্তাফিজের মতো কিছু প্রতিভাবান খেলোয়াড় আছে। তাদের সাম্প্রতিক সময় বেশ ভালো যাচ্ছে। তাদের নিয়ে অনেক কিছু ভাববার আছে। প্রথম ম্যাচের মতোই এই ম্যাচেও একই একাদশ নিয়ে নামতে পারে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ;
১.ডেভিড ওয়ার্নার ২. অ্যারন ফিঞ্চ ৩. স্টিভেন স্মিথ ৪. মজেস হেনরিকস ৫. গ্লেন ম্যাক্সওয়েল ৬. ট্রাভিস হেড ৭. ম্যাথিউ ওয়েড ৮.এডাম জাম্পা ৯.প্যাট কামিন্স ১০. মিচেল স্টার্ক ১১. জশ হ্যাজেলউড ।

আজকের ম্যাচের ফলাফল অনেকটাই কিন্তু নির্ভর করবে টস ভাগ্যের ওপর। আবহাওয়া খারাপ থাকবে, বিকাল থেকে সারারাত ঝিরি ঝিরি বৃষ্টি হতে পারে। তাই টসে জিতে বোলিং করতে চাইবে দুই অধিনায়কই। আজ মাঠে ঘন্টায় প্রায় ২৯ মাইল বেগে বাতাস বইবে। এতে পেসাররা সুবিধা পাবে। আজকের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ১৯ ডিগ্রী সেলসিয়াস আর সর্বনিম্ন ১১ ডিগ্রী সেলসিয়াস। তবে কন্ডিশন যেমনই হোক টাইগররা জয় নিয়েই মাঠ ছাড়বে সেটাই এখন টাইগার ভক্তদের প্রত্যাশা থাকবে।বাঁচো নয়তো মরো। এমন সমীকরণ নিয়েই মাঠে নামবে টাইগার এবং ক্যাঙ্গারু বাহিনী। গ্রুপ পর্বের প্রথম ম্যাচ হেরেছে বাংলাদেশ। আর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের সাথে পয়েন্ট ভাগাভাগি করেছে বৃষ্টির কারণে। যে দল জিতবে সে দলই সেমি ফাইনালের দিকে বেশ এগিয়ে যাবে।আর হারলে সম্ভবনার প্রদীপ টিমটিমে হয়ে যাবে। শক্তির বিচারে অস্ট্রেলিয়া অনেক এগিয়ে, তাছাড়া পরিসংখ্যানে তো চোখ বুলানোই নিষেধ! ২০ বারের দেখায় ১৮ টিতেই জিতেছে অস্ট্রেলিয়া, বিপরীতে বাংলাদেশের সম্বল একটি মাত্র জয়, সেটিও আবার ২০০৫ সালে! বাকী একটি ম্যাচ পরিত্যাক্ত হয়। তবে পরিসংখ্যান আর শক্তি দিয়ে মাঠের খেলা গড়ায় না।নির্দিষ্ট দিনে ভালো ক্রিকেট খেলা দলটাই বিজয়ী হবে।

টাইগার টিম নিউজ
প্রথম ম্যাচ হেরেই কিছুটা ব্যাকফুটে টাইগাররা, তবে ঘুরে দাঁড়াতে প্রস্তুত। আগের ম্যাচের ভুলগুলো সমাধান করেই মাঠে নামবে বাংলাদেশ। পাঁচ বোলার নিয়েই মাঠে নামার চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট। আর অস্ট্রেলিয়ার শক্তিশালী পেস এ্যাটাক থামাতে প্রস্তুত থাকবে সাত ব্যাটসম্যান। ওপেনার তামিম ইকবাল, মুশিফিকুর রহমান সহ সবাই আছেন দারুণ ফর্মে!

আজ একাদশে এক অথবা দুটি পরিবর্তন আনতে পারে টিম ম্যানেজমেন্ট।
গত ম্যাচে আট জন ব্যাটসম্যান নিয়ে ৩০৫ রান করেছিল টাইগার বাহিনী। তবে ব্যাটসম্যান আধিক্যে বলি দিতে হয়েছিলো একজন বোলারকে। সেই দিনের আকাশ হাসলেও আজকের আকাশ কিন্তু হাসবে না। বৃষ্টি হওয়ার প্রবল সম্ভবনা রয়েছে, সেই সাথে তাপমাত্রাও থাকবে কম। তাই কন্ডিশন বুঝে একাদশ ঘোষণা করতে হবে। সেক্ষেত্রে তাসকিন নয়তো মিরাজ যেকোন একজনকে খেলানোর সম্ভবনা বেশি। আর যদি ২ জনের কাউকেই না খেলায় তাহলে স্পেশালিষ্ট বাঁহাতি স্পিনার সানজামুলকে খেলাবে। তবে ব্যাটিং সামর্থ্য চিন্তা করলে মিরাজ একাদশে জায়গা পাবে। আর যদি ম্যানেজমেন্ট সিমিং কন্ডিশনের কারনে পেসার খেলানোর চিন্তা করে, সেক্ষেত্রে তাসকিন অথবা শফিউলকে দেখা যাবে এগারোজনে সামিল হতে।

কার বদলে দলে আসবে পাঁচ নম্বর বোলার?
এই প্রশ্নের উত্তরে দুই জনের নাম আগে আসবে। আগের ম্যাচে ওয়ান ডাউনে খেলানো ইমরুল কায়েস এবং সাত নাম্বারে খেলা সাব্বির রহমান। চ্যাম্পিয়ন ট্রফিতে সাব্বিরকে ফিনিশার হিসেবেই খেলাচ্ছে নির্বাচকরা।আর ইমরুলকে তিন নম্বরে। যদি বাড়তি একজন বোলার দলে নেয় তাহলে এদের যেকোন একজনকে জায়গা ছাড়তে হবে। আর যদি দুজনকেই খেলানো হয় তাহলে চোখ পড়বে সৈকতের ওপর। আট নম্বরে খেলা সৈকতের বোলিংও তখন দরকার পড়বে না বাংলাদেশের।

বাংলাদেশের সম্ভাব্য একদাশঃ
১.তামিম ইকবাল ২. সৌম্য সরকার ৩. সাব্বির রহমান ৪.মুশফিকুর রহিম ৫.সাকিব আল হাসান ৬. মাহমুদউল্লাহ রিয়াদ ৭. মোসাদ্দেক হোসেন ৮.মিরাজ/তাসকিন ৯. মাশরাফি বিন মুর্তজা ১০. রুবেল হোসেন ১১. মুস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া টিম নিউজ
বৃষ্টির কারণে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সাথে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে অজিদের। সেমি ফাইনালের পথে টিকে থাকতে হলে নতুন বাংলাদেশের সাথে লড়াই করতে হবে। সাম্প্রতিক সময়ে দারুণ সময় পার করা অস্ট্রেলিয়া এবারের আসরে অন্যতম একটি ফেবারিট দল। তাই জয় ছাড়া কিছু ভাবছে না ক্যাঙ্গারুরা। টাইগারদের মোকাবেলা করার জন্য প্রস্তুত তাঁদের পেস আক্রমণ। প্যাট কামিন্স, স্টার্ক সহ আরো অভিজ্ঞ কিছু পেসার আছেন,যারা খুব সহজেই বিপক্ষ দলকে ঘায়েল করতে পারে। আর রানের পাহাড় গড়ার জন্য আছে শক্তিশালী ব্যাটিং লাইন আপ। সদ্য সমাপ্ত আইপিএল সেরা রান সংগ্রাহক ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, ম্যাক্সওয়েলের মতো তারকা খেলোয়াড়রা। তবে বাংলাদেশ যে তাদের ছেড়ে কথা বলবে না এটা ভালো করেই জানেন অজি ক্যাপ্টেন স্টিভ স্মিথ। স্মিথ সোজা ভাবেই বলেছেন যে, ওদের তামিম ইকবাল, মুশফিক, মুস্তাফিজের মতো কিছু প্রতিভাবান খেলোয়াড় আছে। তাদের সাম্প্রতিক সময় বেশ ভালো যাচ্ছে। তাদের নিয়ে অনেক কিছু ভাববার আছে। প্রথম ম্যাচের মতোই এই ম্যাচেও একই একাদশ নিয়ে নামতে পারে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ;
১.ডেভিড ওয়ার্নার ২. অ্যারন ফিঞ্চ ৩. স্টিভেন স্মিথ ৪. মজেস হেনরিকস ৫. গ্লেন ম্যাক্সওয়েল ৬. ট্রাভিস হেড ৭. ম্যাথিউ ওয়েড ৮.এডাম জাম্পা ৯.প্যাট কামিন্স ১০. মিচেল স্টার্ক ১১. জশ হ্যাজেলউড ।

আজকের ম্যাচের ফলাফল অনেকটাই কিন্তু নির্ভর করবে টস ভাগ্যের ওপর। আবহাওয়া খারাপ থাকবে, বিকাল থেকে সারারাত ঝিরি ঝিরি বৃষ্টি হতে পারে। তাই টসে জিতে বোলিং করতে চাইবে দুই অধিনায়কই। আজ মাঠে ঘন্টায় প্রায় ২৯ মাইল বেগে বাতাস বইবে। এতে পেসাররা সুবিধা পাবে। আজকের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ১৯ ডিগ্রী সেলসিয়াস আর সর্বনিম্ন ১১ ডিগ্রী সেলসিয়াস। তবে কন্ডিশন যেমনই হোক টাইগররা জয় নিয়েই মাঠ ছাড়বে সেটাই এখন টাইগার ভক্তদের প্রত্যাশা থাকবে।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ