বরফ হবে বিশ্বের ভবিষ্যৎ জ্বালানী


ই-বার্তা প্রকাশিত: ৬ই জুন ২০১৭, মঙ্গলবার  | রাত ০৯:৫৪ অন্যান্য



ই-বার্তা প্রতিবেদক।। দক্ষিণ চীন সাগরের তলদেশ থেকে তুলে আনা হয়েছে বরফের মতো কিছু বস্তু বা পদার্থ । এগুলো দেখতে বরফের মতো হলেও বরফ না।তা থেকে বের করে আনা হয়েছে গ্যাস।

চীনা কর্তৃপক্ষ তাদের এই সাফল্যকে উল্লেখ করেছে বড় ধরনের আবিষ্কার হিসেবে।বলা হচ্ছে, এই পদার্থই হতে পারে সারা বিশ্বের ভবিষ্যৎ জ্বালানী।
এই পদার্থটিকে বলা হয় দাহ্য বরফ। এটি এর জনপ্রিয় নাম। অর্থাৎ বরফ কিন্তু এটি থেকে আগুন জ্বলতে পারে।দাহ্য বরফ - এই নাম থেকেই বোঝা যায় এটি হচ্ছে পানি এবং গ্যাসের মিশ্রণের বরফ।বিজ্ঞানীরা বলছেন, প্রাকৃতিক গ্যাসের এই ভাণ্ডার, ছড়িয়ে আছে সাগরের তলদেশে। যুক্তরাষ্ট্র এবং জাপানের মতো বহু দেশ চেষ্টা করছে প্রাকৃতিক গ্যাসের এই মজুদ থেকে গ্যাস তুলে আনতে। কিন্তু এই কাজটা অত্যন্ত কঠিন।

মেক্সিকো উপসাগরের তলদেশ থেকে তুলে আনা মিথেন হাইড্রেটস
সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল এন্ড বায়োমলিউক্যুলার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রভীন লিঙ্গা বলেছেন, এটা দেখতে বরফের ক্রিস্টালের মতো।"তবে যদি এটিকে খুব কাছে থেকে অণুর পর্যায়ে জুম করে দেখা হয় তাহলে দেখা যাবে সেখানে মিথেনের অণু আটকা পড়ে আছে পানির অণুর ভেতরে।"

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ