নির্যাতিতা নারীর গল্প নিয়ে নির্মিত নাটকে তিশা


ই-বার্তা প্রকাশিত: ৮ই জুন ২০১৭, বৃহঃস্পতিবার  | সন্ধ্যা ০৬:১২ ছোট পর্দা

ই-বার্তা বিনোদন ডেস্ক।। দেশ কিংবা, সবজায়গাই নারীদের অধিকার বঞ্চিত হওয়ার খবর শোনা যায়।পুরুষতান্ত্রিক সমাজে নারীদের সংকটের শেষ নেই। প্রতিদিনই বিভিন্নভাবে শোষণ, বঞ্চনা ও নির্যাতনের শিকার হচ্ছে নারীরা।

এমনই এক নির্যাতিতা নারীর গল্প তুলে ধরা হচ্ছে ঈদের একটি বিশেষ নাটকে। ধর্ষণের শিকার সেই নারীর ভূমিকায় থাকছেন নুসরাত ইমরোজ তিশা।

মিজানুর রহমান আরিয়ানের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হতে যাওয়া নাটকটির নাম প্রিয় নীতু।এটি প্রযোজনা করছে আলফা আই মিডিয়া লিমিটেড। শিগগিরই নাটকটির দৃশ্যধারণ শুরু হবে। নাটকটিতে তিশার সহশিল্পী হিসেবে অভিনয় করবেন তাহসান খান।

নির্মাতা জানান, ধর্ষণের শিকার হন নীতু নামের একটি মেয়ে। আর এ ঘটনায় তোলপাড় শুরু হয়। বিচারের দাবিতে আন্দোলনে নেতৃত্ব দেন অচেনা এক তরুণ। তিনি তাহসান।আন্দোলনে তারা সফলও হন।ধর্ষণকারীকে বিচারের কাঠগড়ায় নিয়ে যায় প্রশাসন।নাটকটির থিম সংয়ে কণ্ঠ দেবেন তাহসান। আসছে ঈদে নাটকটি প্রচার করা হবে জিটিভিতে।


ই-বার্তা/ এমএফএইচ

সর্বশেষ সংবাদ

ছোট পর্দা এর আরও সংবাদ