টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ


ই-বার্তা প্রকাশিত: ১৫ই জুন ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৩:১৭ ক্রিকেট

ই-বার্তা।।আইসিসির চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ করেছে ভারত। খেলাটি সরাসরি দেখাচ্ছে গাজী টিভি, বিটিভি, মাছরাঙা টিভি ও স্টার স্পোর্টস ১।

যদিও বাংলাদেশ-ভারতের একদিনের ম্যাচে যোজন যোজনে এগিয়ে ভারত। ৩২ বার মুখোমুখি দেখাই ২৬ বার জিতেছে ভারত, অপর দিকে বাংলাদেশ জিতেছে ৫ বার। একটি ছিল ফলাফলহীন।

কিন্তু বর্তমান পারফরম্যান্সে পিছিয়ে নেই বাংলাদেশ। ২০১৫ বিশ্বকাপে ভারতের বিপক্ষে আম্পিয়ারের বিতর্কিত দুটি সিদ্ধান্তে কারণে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। এরপর ভারতে অনুষ্ঠিত ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাত্র ১ রানে হেরেছিল টাইগাররা। তবে সর্বশেষ ভারত বাংলাদেশ সিরজে ২-১ ব্যাবধানে হেরেছিল ভারত। সব মিলে ম্যাচে জিততে হলে নিজেদের সেরাটা খেলে জিততে হবে।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাবি্বর রহমান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি মর্তুজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ,

ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর বুমার, ও জসপ্রিত বুম্রা।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ