ভারত-পাকিস্তান ক্রিকেট সমীকরণ


ই-বার্তা প্রকাশিত: ১৬ই জুন ২০১৭, শুক্রবার  | দুপুর ০১:০৯ ক্রিকেট

ই-বার্তা।। চ্যাম্পিয়নস ট্রফিতে এর আগে তিনবার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। এর মধ্যে দুবারই জয়ী হয়েছে পাকিস্তান, একবার ভারত। চতুর্থ লড়াইয়ে পাকিস্তান চাইবে জয়ের ব্যবধানটা বাড়িয়ে নিতে। অন্যদিকে ভারতের লক্ষ্য থাকবে চ্যাম্পিয়নস ট্রফিতে জয়ে সমতায় ফেরা।

আইসিসির এবারের আসরের প্রথম সেমিফানালে ইংল্যান্ডকে আট উইকেটে হারিয়ে পাকিস্তান এবং দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশকে নয় উইকেটে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠেছে ভারত।

আগামী ১৮ জুন (রবিবার) অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ। লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। ক্রিকেটে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের মধ্যকার ফাইনাল ম্যাচটি এখন দেখার জন্য তাকিয়ে আছে গোটা ক্রিকেট বিশ্ব।

এদিকে আইসিসি চ্যাম্পিয়ানস ট্রফিতে পাকিস্তানের আধিপত্য থাকলেও আইসিসির অন্য বড় আসরগুলোতে আধিপত্য ভারতেরই। ভারতের বিপক্ষে বিশ্বকাপে কখনোই জয়ের স্বাদ পায়নি পাকিস্তান। ওয়ানডে বিশ্বকাপে ছয়বার ভারতের কাছে হেরেছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে হেরেছে পাঁচবার।

তবে ওয়ানডে লড়াইয়ের ইতিহাসে ভারতের চেয়ে অনেকটাই এগিয়ে পাকিস্তান। দুই দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ১২৭টি ওয়ানডেতে। এতে পাকিস্তান ৭২টি জয়ের পাশাপাশি ভারতের জয় ৫১টি ম্যাচে।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ