নিখোঁজ সাত মার্কিন সেনার লাশ উদ্ধার


ই-বার্তা প্রকাশিত: ১৮ই জুন ২০১৭, রবিবার  | দুপুর ০২:৫৩ এশিয়া

ই-বার্তা ।। মার্কিন ডেস্ট্রয়ার ও ফিলিপাইনের একটি পণ্যবাহী জাহাজের মধ্যকার সংঘর্ষের ঘটনায় নিখোঁজ সাত মার্কিন সেনার সবাই মারা গেছে। আজ (রোববার) ভোরে জাপান উপকূলে মার্কিন ঘাঁটিতে পৌছানোর পর এসব লাশ উদ্ধার করা হয়েছে।

গতকাল স্থানীয় সময় রাত আড়াইটায় জাপানের ইয়োকোসুকা বন্দর থেকে ৫৬ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে এ ঘটনা ঘটে। ফিলিপাইনের পতাকাবাহী কন্টেইনার জাহাজ এসিএক্স ক্রিস্টালের অগ্রভাগ মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএসএস ফিটজেরাল্ডের মাঝ বরাবর আঘাত হানে।

ওই সময় বলা হয়েছিল- সংঘর্ষের পর আমেরিকার বেশ কয়েকজন সেনা আহত হয়েছে এবং সাতজন নিখোঁজ রয়েছে। মার্কিন সপ্তম নৌবহর থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের কয়েকজনকে ঘুমানোর কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। সংঘর্ষের পর মার্কিন ডেস্ট্রয়ারের এসব কক্ষ পানিতে ভেসে যায়। সংঘর্ষের পর মার্কিন এ ডেস্ট্রয়ার আপাতত চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ